ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন

Sunday, January 31 2021 হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখন ডেস্কটপ থেকেও ব্য‌ব‌হার করা যাবে নিরাপদে । ফেইস ডিটেকশন অথবা ফিংগার প্রিন্ট অথেনটিকেশন পদ্ধতিতে আপনার মোবাইলে হোয়াটস অ্যাপ চালু করার পরই শুধুমাত্র আপনি ডেক্সটপে হোয়াটসঅ্যাপ ব্যব‌হার করতে পারবেন। হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্টকে আরও নিরাপদ করার জন্যই এ পদ্ধতি যুক্ত করা হয়েছে।

ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন
image credit: the verge


বায়োমেট্রিক অথেনটিকেশন পদ্ধতিটি আইওএস ১৪ সম্বলিত আইফোনে স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে বায়োমেট্রিক ফিচারটি চালু করার মাধ্যমে হোয়াটস অ্যাপের নতুন এই নিরাপত্তা ফিচারটি ব্যবহার করা যাবে। উল্লেখ্য, ব্যবহারকারীর মোবাইলে যদি বায়োমেট্রিক অথেনটিকেশন ফিচারটি না থাকে তবে ব্যবহারকারীরা পূর্বের মত (অথেনটিকেশন ছাড়াই )তাদের ডেক্সটপে অথবা ব্রাউজারে হোয়াটস্ অ্যাপ ব্যবহার করতে পারবেন।

অ্যাপে সঠিক ইউজারের প্রবেশ নিশ্চিত করতেই এ পদ্ধতি চালু করা হয়েছে। হোয়াটস অ্যাপ গ্রাহকের কোন ফেইস ডিটেকশন, ফিংগার প্রিন্ট এবং কোন ব্যক্তিগত তথ্য তাদের সংগ্রহে রাখবে না বলে নিশ্চিত করেছে। আসছে সপ্তাহেই এই সুবিধাটি উপযুক্ত ডিভাইস ব্যবহারকারীরা পেয়ে যাবেন বলে জানানো হয়।
share on