বিশ কোটি ছাড়ালো নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা
Thursday, January 21 2021 গ্রাহকসংখ্যার দিক দিয়ে নতুন রেকর্ড গড়লো ওভার-দ্য-টপ(ওটিটি) সেবা নেটফ্লিক্স। চলতি বছর ২০ কোটি সক্রিয় গ্রাহকের নতুন রেকর্ড তৈরী করলো ১৯৯৭ সালে রিড হেস্টিংস ও মার্ক র্যান্ডলফ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি। বর্তমানে ২০৩.৬ মিলিয়ন বা ২০ কোটি ৩৬ লক্ষ গ্রাহক নিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কোম্পানিটি।credit: netflix
Ad
সদ্যসমাপ্ত ২০২০ সালে ২৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করেছে নেটফ্লিক্স। এ সময়কালে রেকর্ড ৩ কোটি ৭০ লক্ষ নতুন ব্যাবহারকারী যুক্ত হয়েছেন সাবস্ক্রিপশন ফি-এর বিনিময়ে। বছরের তৃতীয় প্রান্তিকে(জুলাই-সেপ্টেম্বর) লক্ষমাত্রা ৬ মিলিয়নের অর্ধেকও ছুঁতে না পারলেও( ২.২মিলিয়ন ) বছর শেষে রাজস্বের উলম্ফন দেখছে কোম্পানিটি। সাম্প্রতিক সময়ে প্লাটফর্মটিতে অবমুক্ত সিরিয়াল 'কুইন গ্যাম্বিট' বা 'এমিলি ইন প্যারিস' দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো একেবারে প্রথম দিন থেকেই। এছাড়াও পুরনো জনপ্রিয় সিরিয়াল নতুন আগ্রহে দেখেছেন বিশ্বজুড়ে ঘরবন্দি দর্শকেরা।
তবে ২০২১ নিয়ে সতর্ক রয়েছে কোম্পানিটি। চলতি বছরের প্রথম প্রান্তিকে ৬ মিলিয়ন গ্রাহক পাওয়ার আশা করছে নেটফ্লিক্স, যা বিগত বছরের একই সময়ের চেয়ে কম। তবে নেটফ্লিক্স তার বিনিয়োগকারীদের জানিয়ে দিয়েছে যে প্রতিষ্ঠানটি এখন অভ্যন্তরীণ আয় থেকেই তার কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করেছে।
Ad