ক্যামেরায় চমক নিয়ে দেশের বাজারে পোকো এম৩

Thursday, December 31 2020 দেশের বাজারে ‘পোকো এম৩’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি। সাশ্রয়ী দামে অগ্রসর প্রযুক্তির স্মার্টফোনের জন্য শাওমির বিশেষায়িত সাব-ব্র্যান্ড পোকো। গত মঙ্গলবার এক অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোনটির দুটি ভ্যারিয়েন্টের অবমুক্তি ঘোষণা করে শাওমি

গত মঙ্গলবার এক অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোনটি অবমুক্ত করে শাওমি


৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল, সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও। যেকোনো স্ক্র্যাচ থেকে ডিসপ্লেকে সুরক্ষা দিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রযুক্তি। পিছনে রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সাচরড। আনলক করতে ডিভাইসটির পার্শ্বে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যবহারকারীদের জন্য পোকো এম৩ সত্যিকারার্থে অনন্য অভিজ্ঞতার নাম, দীর্ঘ ব্যাকআপ পেতে এতে অন্যতম শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ’

ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাসহ রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেই সঙ্গে চমৎকার সেলফি নিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সঙ্গে রয়েছে অ্যাড্রিনো ৬১০ জিপিইউ।

পোকো এম৩ তিনটি কালার ভ্যারিয়েন্টে আসছে- পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক। ফোনটি ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট রম এবং ৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট রম সংস্করণে অচিরেই দেশের বাজারে পাওয়া যাবে। মূল্য যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ টাকা১৬ হাজার ৪৯৯ টাকা
share on