ইমেইল সেবা নিয়ে আসবে জুম!

Sunday, December 27 2020
জুম - প্রধান কার্যালয়


ভিডিও কনফারেন্স সেবায় ২০২০ সালের থেকে অধিক প্রবৃদ্ধি আর কখনো অর্জন সম্ভব হবে কি না, তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে এ বছর যে নিজের করে নিতে পেরেছে জুম, সে বিষয়ে কোনো বিতর্ক নেই। স্কাইপ, গুগল মিট ইত্যাদি হেভিওয়েট অ্যাপ বাজারে থাকা সত্ত্বেও কিভাবে জুম শীর্ষ ভিডিও কনফারেন্স অ্যাপের জায়গা দখলে নিয়ে নিলো তা এক রহস্যই বটে। এবার তাই আরও একধাপ এগিয়ে ইমেইল সেবায় নাম লেখাতে যাচ্ছে জুম।

দ্য ইনফরমেশন-এর এক প্রতিবেদনে এমনই এক ইঙ্গিত দেয়া হয়েছে। কিছুদিন যাবৎ ইমেইল সেবা নিয়ে কাজ করছে জুম। কিছুদিনের মধ্যেই নির্দিষ্ট কিছু গ্রাহককে এ সেবা প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্ট‌টিতে। এছাড়াও ইমেইল-এর সাথেই প্রাসঙ্গিক ক্যালেন্ডার সেবা নিয়ে আসতে পারে জুম। এছাড়াও যেসকল সেবা নিয়ে আসতে পারে জুম, তার মধ্যে রয়েছে চ্যাট ফিচার ও জব পোস্টিং সার্ভিস। এন্টারপ্রাইজ সফটওয়্যারের ক্ষেত্রে শীর্ষ দুই নাম, মাইক্রোসফট ও গুগলের সাথে পাল্লা দিতে জুম যে বেশ ভালভাবেই মাঠে নামবে তা অবশ্য আগেভাগেই বলে দেয়া যায়।
share on