অ্যাপলের তৈরী গাড়ী আসবে ২০২৪ সাল নাগাদ: রয়টার্স
Tuesday, December 22 2020image credit: reuters
ইতিপূর্বে অ্যাপলের তৈরী গাড়ী নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও তা হালে পানি পায়নি। মূল্যবান ইলেকট্রনিক্স পণ্যের নির্মাতা হিসেবে অ্যাপলের যে সুনাম, তা গাড়ীর বাজারে প্রবেশের জন্য আদর্শ হতে পারে। তবে প্রচলিত গাড়ী নির্মাণ প্রতিষ্ঠানগুলোর হাড্ডাহাড্ডি লড়াই-এ অংশ নিতে অ্যাপল তেমন আগ্রহী হয় নি কখনোই। কিন্তু এবার শৌখিন ইলেকট্রিক গাড়ীর বাজার হাতছাড়া করা সম্ভব নাও হতে পারে কুপারটিনো ভিত্তিক এই হার্ডওয়ার কোম্পানির। রয়টার্স বলছে, ২০২৪ সালেই দেখা মিলবে এই অ্যাপল কারের।
Ad
রয়টার্স-এ প্রকাশিত এক এক্সক্লুসিভ সংবাদে এই প্রথমবারের মতো দিনক্ষণ নির্দিষ্ট করে অ্যাপল কারের আগমন ঘোষণা করা হলো। অ্যাপলের এ স্বচালিত গাড়ীতে 'অভাবনীয় প্রযুক্তির ব্যাটারী' থাকবে বলে দাবী করা হয়েছে রিপোর্টটিতে। আর এ ধরণের গাড়ীতে ব্যবহৃত LIDAR প্রযুক্তির জন্য তৃতীয় কোনো কোম্পানির শরণাপন্ন হতে হবে অ্যাপলকে। এ গাড়ীতে মনোসেল ব্যাটারী দেবে দীর্ঘ সময়ের ও দুরত্বের নিশ্চয়তা। তবে এ সকল প্রোপাইটারী প্রযুক্তি কিভাবে সন্নিবেশিত হবে এই সম্ভাব্য কার-এ, তা খুব একটা বিশদভাবে উল্লেখ নেই রিপোর্টটিতে।