১২ই জানুয়ারী অবমুক্ত হবে ফ্ল্যাগশিপ স্যামসাং চিপসেট

Sunday, December 20 2020 গ্রীক শব্দ 'exypnos' এর অর্থ বুদ্ধিমান আর 'prasinos' অর্থ - সবুজ। স্যামসাং এক্সিনস সিরিজের নামকরণের উৎপত্তি এ দুটি গ্রীক শব্দ হতে। এই সিরিজের এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী চিপসেট অবমুক্ত হতে যাচ্ছে আগামী ১২ই জানুয়ারী। স্যামসাং এক্সিনসের টুইটার অ্যাকাউন্ট থেকে 'এক্সিনস ইজ ব্যাক' শীর্ষক এক টুইট বার্তায় এ আগমনের ঘোষণা দেয়া হয়।

১২ই জানুয়ারী অবমুক্ত হবে ফ্ল্যাগশিপ স্যামসাং এক্সিনস চিপসেট


সম্প্রতি কোয়ালকম অবমুক্ত করেছে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট যা ফাইভজি প্রযুক্তি সমর্থন করবে। ৫ ন্যানোমিটার প্রসেসের এই চিপসেট শীঘ্রই ব্যব‌হার হবে একাধিক ফ্ল্যাগশিপ ফোনে। ৭ ন্যানোমিটার প্রসেস বিশিষ্ট চিপ থেকে এটি অধিক ট্রানজিস্টর একই স্থানে সংকুলান করতে সক্ষম। সম্ভাব্য স্যামসাং এক্সিনস ২১০০ হতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮ এর সমকক্ষ। তবে স্যামসাং-এর পূর্ববর্তী চিপসেটের মতো ৭ ন্যানোমিটার প্রসেস নাকি আরও অগ্রসর ৫ ন্যানোমিটার প্রসেস ব্যব‌হৃত হবে তা জানা যাবে ১২ই জানুয়ারী।

এই সিস্টেম-অন-চিপ(‌SoC) সম্ভবত আট কোর বিশিষ্ট হবে। আর এতে গ্রাফিকাল প্রসেসিং ইউনিট হিসেবে থাকতে পারে এএমডি জি৭৮।
share on