জুম তুলে নিচ্ছে চল্লিশ মিনিটের বাধ্যবাধকতা
Thursday, December 17 2020 জুম কনফারেন্সে সর্বোচ্চ চল্লিশ মিনিট সংযুক্ত থাকা যেতো ফ্রি অ্যাকাউন্টে। কাজেই, অফিস মিটিং কিংবা ক্লাসের লেকচার কি পারিবারিক আড্ডা- যেকোনো কাজেই প্রয়োজন হতো উচ্চমূল্যের সাবস্ক্রিপশনের। বৈশ্বিক মহামারীতে সেই সাবস্ক্রিপশনের চাহিদা এতোখানি বৃদ্ধি পায় যে এ সময়কালে কনফারেন্স অ্যাপ জুম পুঁজিবাজারে দশাসই পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয়। কাজেই এই সাবস্ক্রিপশন যে সহসাই বিনামূল্যে দেবে জুম- এমন ভাবা ঠিক হবে না। বরং চলতি ছুটির মৌসুমে গ্রাহকদের জন্য উপহার হিসেবে বিদ্যমান চল্লিশ মিনিটের বিধিনিষেধ তুলে নিচ্ছে জুম।credit: zoom
Ad
জুম টুগেদার শীর্ষক এক ব্লগ পোস্টে এ সুবিধার বিস্তারিত জানায় কোম্পানিটি। আজ ১৭ই ডিসেম্বর থেকে শুরু হয়ে একাধিক ধাপে বিদ্যমান থাকবে এ সুবিধা।
ধাপে ধাপে এ সুবিধা চলমান থাকবে ২রা জানুয়ারী, ২০২১ পর্যন্ত।
Ad