আইফোন কারখানায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুর: ইন্ডিয়া টাইমস

Monday, December 14 2020 ভারতের বেঙালুরুতে অবস্থিত আইফোন উৎপাদন কারখানায় শ্রমিক অসন্তোষের ফলে বড় ধরনের ভাঙচুরের ঘটনা ঘটে গত শনিবার। তাইওয়ানভিত্তিক উইস্ট্রন গ্রুপের এ কারখানায় বেতন ভাতার দাবীতে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয় বলে জানায় 'টাইমস্ অব ইন্ডিয়া'। এই কারখানায় ব‌হুল জনপ্রিয় আইফোন এসই সংযোজন করা হয়।

আইফোন কারখানায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুর: ইন্ডিয়া টাইমস


২০১৭ সালে ভারতে কারখানা স্থাপন করে উইস্ট্রন। বিপুল বিনিয়োগে কর্নাটক রাজ্যে গড়ে তোলা এ কারখানায় অ্যাপলের আইফোন সংযোজনে ভারতীয় শ্রমিকদের নিয়োগ দেয় কোম্পানিটি। সম্প্রতি বেতন ভাতার দাবীতে এ কারখানায় বিক্ষোভ ছড়িয়ে পরে। টুইটারে প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, অসন্তুষ্ট শ্রমিকেরা ভাঙচুরের পর শীর্ষ কর্তাব্যাক্তিদের গাড়ী উল্টিয়ে রাখেন।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিশ্বের সবচেয়ে বড় হার্ডওয়্যার কোম্পানি অ্যাপল।
share on