আইফোন কারখানায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুর: ইন্ডিয়া টাইমস
Monday, December 14 2020 ভারতের বেঙালুরুতে অবস্থিত আইফোন উৎপাদন কারখানায় শ্রমিক অসন্তোষের ফলে বড় ধরনের ভাঙচুরের ঘটনা ঘটে গত শনিবার। তাইওয়ানভিত্তিক উইস্ট্রন গ্রুপের এ কারখানায় বেতন ভাতার দাবীতে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয় বলে জানায় 'টাইমস্ অব ইন্ডিয়া'। এই কারখানায় বহুল জনপ্রিয় আইফোন এসই সংযোজন করা হয়।Ad
২০১৭ সালে ভারতে কারখানা স্থাপন করে উইস্ট্রন। বিপুল বিনিয়োগে কর্নাটক রাজ্যে গড়ে তোলা এ কারখানায় অ্যাপলের আইফোন সংযোজনে ভারতীয় শ্রমিকদের নিয়োগ দেয় কোম্পানিটি। সম্প্রতি বেতন ভাতার দাবীতে এ কারখানায় বিক্ষোভ ছড়িয়ে পরে। টুইটারে প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, অসন্তুষ্ট শ্রমিকেরা ভাঙচুরের পর শীর্ষ কর্তাব্যাক্তিদের গাড়ী উল্টিয়ে রাখেন।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিশ্বের সবচেয়ে বড় হার্ডওয়্যার কোম্পানি অ্যাপল।