আপনার আইফোনের ডিসপ্লে বিনামূল্যে বদলে দেবে অ্যাপল, যদি..
Sunday, December 06 2020 ফ্যাক্টরী ত্রুটির কারণে যেসকল ডিসপ্লে কাজ করছে না, তা বিনামূল্যে মেরামত করে দেবে অ্যাপল। বিগত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মে মাস অব্দি উৎপাদনকৃত আইফোন ১১-এর ডিসপ্লেতে এ ধরণের ত্রুটি রয়েছে বলে জানা গেছে। টাচ সংবেদনশীলতায় সমস্যা থাকায় এসকল ডিসপ্লে বিনামূল্যে বদলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।Ad
ডিসপ্লে পরিবর্তনের জন্য অ্যাপলের ওয়েবসাইটে একটি পেজে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। আর এ সকল ফোনের জন্য দুই বছরের মধ্যে যেকোনো সময় সমস্যা দেখা দিলে তা সমাধানে অ্যাপলের সহায়তা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে অ্যাপল অনুমোদিত রিটেইল স্টোর বা শপ থেকে এ সেবা মিলবে।
উল্লেখ্য, ইতিপূর্বে আইফোন ৬এস এর প্রসেসরে ইচ্ছাকৃতভাবে গতি কমিয়ে দেবার অভিযোগ উঠেছিলো অ্যাপলের বিরুদ্ধে। সে যাত্রায় প্রত্যেক ক্ষতিগ্রস্থ ক্রেতাকে ২৫ ডলার করে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলো কুপারটিনো ভিত্তিক এই কোম্পানি।