যেসকল স্যামসাং ফোনে সর্বপ্রথম মিলবে অ্যান্ড্রয়েড ১১

Friday, December 04 2020
যেসকল স্যামসাং ফোনে সর্বপ্রথম আসবে অ্যান্ড্রয়েড ১১


গ্যালাক্সি এস২০ হতে যাচ্ছে সর্বপ্রথম স্যামসাং ফোন যা পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণের আপডেট পাবে। তবে শুধুমাত্র এস২০ নয়, পর্যায়ক্রমে সাম্প্রতিক অন্যান্য স্যামসাং ফোনেও মিলবে অ্যান্ড্রয়েড আপডেট। আজ থেকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইউরোপের গ্যালাক্সি এস২০ ব্যব‌হারকারীদের জন্য অবমুক্ত হচ্ছে এই আপডেট। স্যামসাং ফোন অ্যান্ড্রয়েড ১১ আসবে ওয়ান ইউআই ৩.০ নিয়ে। এটি স্যামসাং-এর নিজস্ব কাস্টোমাইজড ইউজার ইন্টারফেস।

আগামী সপ্তাহ থেকে আরও যেসকল স্যামসাং ফোনে মিলবে অ্যান্ড্রয়েড ১১:
- গ্যালাক্সি নোট১০
- গ্যালাক্সি নোট এস১০
- গ্যালাক্সি জেড ফ্লিপ
- গ্যালাক্সি ফোল্ড
- গ্যালাক্সি ফোল্ড ২

অ্যান্ড্রয়েড ১১ অবমুক্ত হওয়ার প্রায় তিন মাস পরে স্যামসাং ফোনে আসছে এই আপডেট। স্যামসাং এক্ষেত্রে পিছিয়ে রয়েছে অপেক্ষাকৃত নবীন স্মার্টফোন কোম্পানি অপো, ভিভো থেকে। গ্যালাক্সি এ সিরিজের আপডেটের জন্য অপেক্ষা করতে হবে ২০২১ সালের মধ্যভাগ পর্যন্ত। আর গত বছরে অবমুক্ত অন্যান্য স্মার্টফোনেও পর্যায়ক্রমে মিলবে অ্যান্ড্রয়েড ১১ আপডেট।
share on