প্রথম স্মার্টওয়াচের ঘোষণা দিলো রেডমি

Monday, November 30 2020 মাত্র ৪৫ ডলার মূল্যমানে বাজারে আসতে যাচ্ছে প্রথম রেডমি স্মার্টওয়াচ। আগামী ১লা ডিসেম্বর থেকে চীনের বাজারে পাওয়া যাবে এই স্মার্ট ওয়াচ। উল্লেখ্য, শাওমির সাব-ব্র্যান্ড রেডমি বর্তমানে দেশের বাজারে একটি জনপ্রিয় সাশ্রয়ী স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে পরিচিত।

প্রথম স্মার্টওয়াচের ঘোষণা দিলো রেডমি
credit: Redmi


১.৪ ইঞ্চি বাঁকানো ডিসপ্লের এই স্মার্টওয়াচে থাকছে শুধুমাত্র একটি বাটন, যা এর পার্শ্বে অবস্থিত। টাচস্ক্রিন ও 'যোগাযোগ-স্থাপিত'(paired) স্মার্টওয়াচের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা যাবে। এনএফসি, ব্লটুথ ৫‌.০ ছাড়াও এতে থাকছে হার্ট রেট মনিটর। এর পানি নিরোধক বৈশিষ্ট্যের কারণে এমনকি পৃষ্ঠদেশের ৫০ মিটার গভীরেও এই স্মার্টওয়াচ কর্মক্ষম থাকবে।

শাওমি জানাচ্ছে, মাত্র একবার চার্জে ৭ দিন পর্যন্ত চলবে এই স্মার্টওয়াচ। আর পাওয়ার-সেভিং মোডে তা চলবে ১২ দিন পর্যন্ত।
share on