চতুর্থ শিল্প বিপ্লব সবার জন্য এক নয়: জব্বার
Saturday, November 28 2020 ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব সবার জন্য এক নয়। উন্নত ও বৃদ্ধ জনগোষ্ঠীর দেশের চাইতে উন্নযনশীল ও কর্মক্ষম জনগোষ্ঠীর দেশ হিসেবে আমাদেরকে আমাদের মতো করে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব¡ দিতে হবে। আজ ঢাকায় ডিজিটাল প্লাটফর্মে বেসিস’র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।credit: BSS
Ad
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বেসিস নেতা এসএম কামাল, হাবিবুল্লাহ করিম, সারোয়ার আলম ও ফারহানা রহমান, বিসিএস সভাপতি শহীদ মনির এবং বাক্কো সভাপতি ওয়াহেদ শরীফ বক্তৃতা করেন।
মোস্তাফা জব্বার আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দেশের বিশাল জনসম্পদকে কাজে লাগানোর উপযোগী হতে হবে। উন্নত দেশগুলো তাদের জনসম্পদের ঘাটতি পূরণের জন্য তাদের উপযোগী প্রযুক্তি ব্যবহার নিয়ে যা ভাবছে বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হতে পারে না। দেশের বিশাল জনসম্পদকে কাজে লাগাতে হবে। [ বাসস ]