দ্রুত বাড়ছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা

Saturday, November 21 2020
মোবাইল ফোন
image courtesy: thedailystar


রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, ‘দেশে বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ৮১ লক্ষ যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে দেশের ইন্টারনেট গ্রাহকদের সংখ্যাও গত বছরের তুলনায় ১০% বৃদ্ধি পেয়ে হয়েছে ১১ কোটি।‘

বিটিআরসির প্রতিবেদন
image courtesy: BTRC


বিটিআরসির প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, “সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীনফোনের গ্রাহক ৭ কোটি ৮১ লক্ষ, রবির ৫ কোটি, বাংলালিংকের সাড়ে তিন কোটি এবং রাষ্ট্রয়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটকের ৪৬ লক্ষ গ্রাহক রয়েছে।” রবির চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম এ ব্যাপারে বলেন, “ডিজিটাল বাংলাদেশ নির্মানে রবির লক্ষ্য ৪জি প্রযুক্তি নিশ্চিত করা। এর মাধ্যমেই দেশের সবচেয়ে বড় ৪জি নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা।”

share on