সর্বাধুনিক টেলিফটো লেন্স নিয়ে আসছে এই স্যামসাং ফোন
Monday, November 16 2020image courtesy: sammobile
স্যামসাং এর আসন্ন গ্যালাক্সী এস২১ আল্ট্রা স্মার্টফোনে ব্যাবহৃত হচ্ছে ১০ মেগাপিক্সেলের দুটি সর্বাধুনিক টেলিফটো লেন্স। এই লেন্সদ্বয়ের মাধ্যমে নিখুঁত ক্যামেরা ফোকাস স্বল্প সময়েই নিশ্চিত করা সম্ভব হবে স্মার্টফোনটির। স্যামসাং পণ্য বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইল বলছে, আর মাত্র দুমাস পরেই বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সী এস২১ মডেলের তিনটি ভ্যারিয়েন্ট। তার মধ্যে গ্যালাক্সী এস২১ আল্ট্রা সংস্করণে থাকছে তিনগুণ এবং দশগুণ আল্ট্রাওয়াইড অপটিক্যাল জুম লেন্স।
Ad
স্যামসাং গ্যালাক্সী এস২১ আল্ট্রা স্মার্টফোনে থাকছে ১২০ হার্জের ৬.৮ ইঞ্চির ডায়নামিক ২এক্স অ্যামোলড ডিসপ্লে। এতে রয়েছে স্যামসাং এর তৈরি ৫জি সমর্থিত শক্তিশালী এক্সাইনস ২১০০ চিপসেট। স্মার্টফোনটির ক্যামেরা বিভাগে থাকছে ২য় প্রজন্মের ১০৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ১০ মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরা, ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যাবহৃত হয়েছে ৪০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা। স্মার্টফোনটির প্রধান ক্যামেরা ৮কে এবং সেলফি ক্যামেরা ৪কে রেজ্যুলেশনে ভিডিও ধারনে সক্ষম। স্যামসাং এর ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্টচার্জিং প্রযুক্তি এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সম্পন্ন ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী।