ইন্টেলের পরিবর্তে নিজস্ব এম১ চিপযুক্ত ম্যাকবুক নিয়ে এলো অ্যাপল

Thursday, November 12 2020
এআরএম প্রযুক্তির এম১ চিপ
Apple


প্রথমবারের মত নিজেদের তৈরি এআরএম প্রযুক্তির চিপ সংযুক্ত ম্যাকবুক বাজারে নিয়ে আসতে যাচ্ছে অ্যাপল ইনকর্পোরেশন।আসন্ন ম্যাকবুক এয়ার এর বিশেষ সংস্করনে নিজস্ব কারখানায় উৎপাদিত এম১ চিপের যাত্রা শুরু হতে যাচ্ছে। ম্যাকবুকে নতুন এই চিপের সংযোজনে অ্যাপলের আইফোন এবং ম্যাকবুকের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান অনেকটাই কমে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। রয়টার্স বলছে, ‘১৫ বছর একটানা সেবা দেওয়ার পর ইন্টেলের চিপকে প্রতিস্থাপন করছে অ্যাপলের এম১ চিপ।‘

অ্যাপলের নতুন উদ্ভাবিত এম১ চিপের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি এযাবতকালে ব্যবহৃত ইন্টেল চিপের তুলনায় কম শক্তি খরচ করে এবং দ্রুততম সময়ে প্রসেস সম্পন্ন করতে পারে। অ্যাপল বলছে, নতুন চিপযুক্ত ম্যাকবুক পূর্বের সংস্করণের তুলনায় দ্বিগুন ব্যাটারী ব্যাকআপ নিশ্চিত করবে। আগামী সপ্তাহেই নতুন চিপযুক্ত ম্যাকবুক বাজারে আসবে বলেও জানিয়েছেন অ্যাপলের কর্মকর্তারা। ভবিষ্যতে অ্যাপলের সকল ডিভাইসেই এআরএম প্রযুক্তি নির্ভর নিজস্ব চিপ সংযোজিত হবে বলেও ধারণা করা হচ্ছে। রয়টার্স এর মতে, এম১ চিপ সংযুক্ত অ্যাপল ম্যাকবুক এয়ারের মূল্য হতে পারে ৯৯৯ ডলার। অন্যদিকে ম্যাকবুক প্রো এবং ম্যাক মিনিতে এম১ চিপ সংযোজিত হলে এদের মূল্য হতে পারে ১২৯৯ ডলার এবং ৬৯৯ ডলার।
share on