গ্যালাক্সি নোট ২০ নিয়ে বিপাকে স্যামসাং

Sunday, November 08 2020
গ্যালাক্সি নোট ২০ নিয়ে বিপাকে স্যামসাং
credit: sammobile


গ্যালাক্সি নোট ২০ নিয়ে বিপাকে পড়েছে শীর্ষ কোরিয়ান স্মার্টফোন নির্মাতা স্যামসাং। এই স্মার্টফোন নিয়ে যতটা আশাবাদী ছিল স্যামসাং, ফলাফল হয়েছে ঠিক তার উল্টোটি। সম্প্রতি স্যাম-মোবাইলের প্রতিবেদনে এমনি তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ‘অক্টোবর মাসে প্রত্যাশার তুলনায় স্যামসাং এর বিক্রয় কমে যায়। আর তাই গ্যালাক্সি নোট ২০ উৎপাদন নিয়ে নতুনভাবে পরিকল্পনা শুরু করেছে প্রতিষ্ঠানটি। গত মাসে ৯ লক্ষ ইউনিট গ্যালাক্সী নোট ২০ চাহিদার লক্ষ্যমাত্রা নির্ধারন করে উৎপাদন শুরু করলেও, বিক্রি কমে যাওয়ায় পরবর্তীতে সেই সংখ্যা কমিয়ে ৬ লক্ষ ইউনিট করা হয়।‘

স্যাম মোবাইলের প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘উচ্চক্ষমতাসম্পন্ন গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা এর চাইতে গ্যালাক্সি নোট ২০ এর সাশ্রয়ী সংস্করনের পারফর্ম্যান্স খুবই বাজে।‘ মূল্য কম হওয়ায় অধিকাংশ স্যামসাং ভক্ত মনে করেন, এটি শুধুমাত্র কম দামে ভালো কিছু দেখানোর জন্যই তৈরী করা হয়েছে। অন্য আরেকটি সূত্র বলছে, “অক্টোবর মাসে প্রতি দুইটি গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা’র বিপরীতে একটি গ্যালাক্সি নোট ২০ উৎপাদন করা হয়।“

মূল্য বিবেচনায় গ্যালাক্সি নোট ২০ বাস্তবে গ্রাহকদের আকর্ষন করতে পারে নি। তবে গ্যালাক্সি নোট ২০ ফ্যান সংস্করণে ১২০ হার্জের রিফ্রেশ রেট নিয়ে কিছু ক্ষেত্রে গ্রাহকদের আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সর্বোপরি গ্যালাক্সি নোট ২০ স্মার্টফোন স্যামসাং এবং সমসাময়িক অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের জন্য দৃষ্টান্ত হয়েই থাকবে।
share on