স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সঠিক উপায়ে ব্যব‌হার ক‌রছেন কি?

Sunday, November 08 2020 স্মার্টফোন আনলকের ক্ষেত্রে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ দ্রুত, সুবিধাজনক এবং নিরাপদ। ইন-ডিসপ্লে, সাইড-বাটন মাউন্টেড এবং রিয়ার মাউন্টেড এই তিন ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহৃত হয়ে আসছে। তবে প্রায়শই ঠিকঠাকভাবে কাজ করে না হালের জনপ্রিয় এসব ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অনেক ক্ষেত্রে পুনরায় চেষ্টা করেও স্মার্টফোন আনলক করা যায়না। বিশেষত জরুরী মুহুর্তে এ ধরনের অনাকাঙ্খিত সমস্যা গ্রাহকদের বড় রকমের বিপাকে ফেলতে পারে। তবে অধিকাংশ গ্রাহক এ ধরনের সমস্যার সম্মুখীন হলেও অনেকেই জানেন না এটি ব্যাবহারের সঠিক উপায়।

স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবেন যেভাবে
image credit: ZDNet


প্রযুক্তি পণ্য বিশ্লেষকদের মতে, আঙ্গুলে হাল্কা কাটা-ছেঁড়া, দাগ, ত্বকের শুষ্কতা এবং দৈনন্দিন কাজের ফলে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টে হালকা পরিবর্তন হলে স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তা আর ধরতে পারেনা। আর তাই আনলক হয়না স্মার্টফোন। তবে এ সমস্যা সমধানে বিশেষজ্ঞদের পরামর্শ তুলে ধরা হল।

মধ্যাঙ্গুলি ব্যবহার করুনঃ
ফিঙ্গারপ্রিন্ট রিডারে হাতের মধ্যাঙ্গুলি ব্যবহার করুন। এতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে। তবে লক্ষ্য করে দেখা গেছে যে, কাজ করার সময় হাতের মধ্যাঙ্গুলি অন্য আঙ্গুলের চেয়ে কম ক্ষতিগ্রস্থ হয়। পিছনে ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে এমন ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এটি বেশ সুবিধাজনক।

আঙ্গুলের একপাশ ব্যবহারঃ
যেকোন আঙ্গুলের মধ্যের অংশের চেয়ে একপাশ ব্যবহার করলে ফিঙ্গারপ্রিন্ট রিডার ভালোভাবে কাজ করতে পারে। কারণ এই অংশটিও কম ক্ষতিগ্রস্থ হয়। ফোনের পাশের অংশে ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে এমন স্মার্টফোনের ক্ষেত্রে এই পদ্ধতি ভালোভাবে ব্যবহার করা যায়।

সিস্টেমকে অভ্যস্ত করে তোলাঃ
বিভিন্ন সময়ে একই ফিঙ্গারপ্রিন্ট বারবার ব্যবহার করলে ফিঙ্গারপ্রিন্ট রিডার এতে অভ্যস্ত হয়ে উঠে। ফলে আঙ্গুলে সামান্য ধুলো বা দাগ পরলেও ফিঙ্গারপ্রিন্ট রিডার আঙ্গুলের ছাপ বুঝতে পারে। তাই সেন্সরটির অধিক ব্যাবহারে এ সমস্যার সমাধান হতে পারে।

এছাড়া আধুনিক ফিচারের সকল স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও ফেইস আনলক এবং পাসওয়ার্ড কিংবা পিন ভেরিফিকেশন সিস্টেম থাকে যা ফিঙ্গারপ্রিন্ট কাজ না করলে ব্যাবহার করা যায়। জরুরী প্রয়োজনে এগুলো ব্যাবহারে গ্রাহকের বিপত্তি অনেকাংশেই কমে যাবে।
share on