নতুন নামে স্মার্টওয়াচ নিয়ে আসছে অ্যামাজফিট

Thursday, November 05 2020
অ্যামাজফিটের জেপ জেড স্মার্টওয়াচ
gsmarena


বিশ্বের অন্যতম স্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠান অ্যামাজফিট বাজারে নিয়ে আসতে যাচ্ছে সম্পূর্ণ নতুন ব্র্যান্ডের জেপ জেড স্মার্টওয়াচ। ক্ল্যাসিক ডিজাইনের আকর্ষনীয় এই স্মার্টওয়াচের মাধ্যমে নতুন জেড সিরিজের যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি। জেপ ই সিরিজে ইতিপূর্বে গোলাকার এবং স্কয়ার গঠনের স্মার্টওয়াচ বাজারে নিয়ে এসে খুব একটা সুবিধা করতে না পারলেও জেড সিরিজ নিয়ে বেশ আশাবাদী প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ বিষয়ে জিএসএম এরিনা বলছে,”আগামী ১৭ই নভেম্বর বিশ্ববাজারে আরো একটি অ্যামোলড ডিসপ্লেযুক্ত স্মার্টওয়াচের অন্তর্ভূক্তি হচ্ছে।”

ক্ল্যাসিক ডিজাইনের গোলাকৃতির জেপ জেড স্মার্টওয়াচে থাকছে ১.২৮ ইঞ্চির অ্যামোলড ডিসপ্লে পর্দা যার রেজ্যুলেশন ৪১৬*৪১৬পিক্সেল। মাত্র ৩২ গ্রামের এই স্মার্টওয়াচের বাহিরের অংশ স্টেইনলেস স্টিল দ্বারা নির্মিত। সাথে রয়েছে ২০ মিলিমিটারের আকর্ষনীয় লেদার স্ট্র্যাপ। এতে এক্সিলারেশন, জিওম্যাগনেটিক এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর রয়েছে। এটি পানির নীচে ৫ এটিএম চাপ পর্যন্ত চাপ সহ্য করতে সক্ষম। স্মার্টওয়াচটিতে রয়েছে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্ট্রেস, স্টেপস, স্লিপ এবং ওয়ার্ক-আউট মনিটরিং এর অত্যাধুনিক ফিচার। অ্যামাজফিটের জেপ জেড স্মার্টওয়াচের বিশেষত্ত্ব হচ্ছে এর নিখুঁত হেলথ ট্র্যাকিং সিস্টেম। স্মার্টওয়াচটি সকল অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনের সাথে ব্লুটুথ ৫.০ দ্বারা সংযুক্ত করে ব্যাবহার করা যাবে। তবে এর কোন স্কয়ার সংস্করণ থাকবে কিনা তা নিয়ে এখনো বিস্থারিত জানা যায়নি। বিশ্ব বাজারে অ্যামাজফিটের জেপ জেড স্মার্টওয়াচটির মূল্য হতে পারে ২৫০ ডলার।
share on