বড় ব্যাটারীর এই রিয়েলমি স্মার্টফোন আসছে দেশে

Wednesday, November 04 2020
রিয়েলমি সি ১৫ স্মার্টফোন
image courtesy: gizmochina


রিয়েলমি সি ১৫ স্মার্টফোনের কোয়ালকম চিপসেটযুক্ত সংস্করণ বাংলাদেশের বাজারে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। স্বল্পমূল্যে আধুনিক ফিচারের সি সিরিজের এই স্মার্টফোন ঘিরে বাংলাদেশের গ্রাহকদের আগ্রহের কমতি নেই। রিয়েলমি বলছে, বাংলাদেশের বাজারে শীঘ্রই আসছে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেটযুক্ত সি১৫স্মার্টফোন। রিয়েলমি বাংলাদেশের ফেসবুক পেইজ হতে জানা যায়, আগামী সপ্তাহে ফেসবুক লাইভে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি উন্মোচিত হতে যাচ্ছে। রিয়েলমির আন্তর্জাতিক ব্র্যান্ড ম্যানেজার রিভস লি বলেন, “গ্রাহকদের হাতে আকর্ষনীয় এবং আধুনিক ফিচারের সেরা স্মার্টফোন পৌছে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।“

রিয়েলমি সি ১৫ স্মার্টফোনে থাকছে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে পর্দা। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট, অক্টা-কোর প্রসেসর এবং অ্যাড্রিনো ৬১০ জিপিইউ। স্মার্টফোনটির ক্যামেরা বিভাগে থাকছে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যাবহৃত হয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটির উভয় ক্যামেরা দিয়েই ১০৮০পিক্সেল রেজ্যুলেশনে ৩০ এফপিএসে ভিডিও ধারণ করা সম্ভব। রিয়েলমির স্বল্পমূল্যের এই স্মার্টফোনে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। যা স্মার্টফোনটিকে স্বাভাবিক ব্যবহারে একটানা দুদিন পর্যন্ত সচল রাখতে পারবে। ৩/৪ জিবি র‍্যাম এবং ৬৪/১২৮ জিবি স্টোরেজ বাংলাদেশে পাওয়া যাবে এটি। দেশের বাজারে রিয়েলমি সি ১৫ স্মার্টফোনের মূল্য হতে পারে ১১,০০০ টাকা। গ্রাহকরা জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজে ১১.১১ ক্যাম্পেইনের আওতায় বিশেষ ছাড়ে রিয়েলমি সি ১৫ ছাড়াও অন্যান্য রিয়েলমি স্মার্টফোন ক্রয় করতে পারবেন।
share on