স্যামসাং গালাক্সী এস২০ এফই'র প্রি-অর্ডারে দশ হাজার টাকা ছাড়!

Monday, November 02 2020
স্যামসাং গালাক্সী এস২০ এফই স্মার্টফোন
courtesy: Youtube


সম্প্রতি বাংলাদেশের গ্রাহকদের জন্য স্যামসাং গালাক্সী এস২০ এফই স্মার্টফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে স্যামসাং। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মাত্র দশ হাজার টাকা পরিশোধ করে গ্রাহকরা এই আকর্ষনীয় স্মার্টফোনটি প্রি-বুকিং করে রাখতে পারবেন। এছাড়াও প্রি-বুকিং এর ক্ষেত্রে থাকছে নির্ধারিত কিছু মডেলের স্যামসাং হ্যান্ডসেট এর ওপর এক্সচেঞ্জ অফার। পুরোনো স্যামসাং হ্যান্ডসেট এক্সচেঞ্জ করেই গ্রাহক পাবেন ৫ হাজার টাকা ছাড়। প্রতিষ্ঠানটি বলছে, “স্যামসাংয়ের গ্রাহকদের জন্য ফটোগ্রাফি, গেমিং ও অন্যান্য সকল ফিচারের চমৎকার সমন্বয়ে গ্যালাক্সি এস২০ এফই হ্যান্ডসেটটি ডিজাইন করা হয়েছে”

স্যামসাং গালাক্সী এস২০ এফই স্মার্টফোনে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৫ ইঞ্চির সম্পূর্ণ হাই-ডেফিনেশন সুপার অ্যামোলেড ডিসপ্লে পর্দা। এই ডিসপ্লে পর্দা গ্রাহকদের যেকোনো গেমিং কিংবা ভিডিও প্রদর্শনকে প্রাণবন্ত এবং উপভোগ্য করে তুলতে সক্ষম। এতে থাকছে এক্সাইনস ৯৯০ চিপসেট, অক্টা-কোর প্রসেসর এবং মালি জি৭৭ জিপিইউ। স্মার্টফোনটির ক্যামেরা বিভাগে থাকছে ১২ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যাবহৃত হয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটির উভয় ক্যামেরা দিয়েই ৪কে রেজ্যুলেশনে ৬০ এফপিএসে ভিডিও ধারণ করা সম্ভব। স্যামসাং এর অত্যাধুনিক এই স্মার্টফোনে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। ৮জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে ভালোই সাড়া ফেলবে বলে আশাবাদী স্যামসাং। দেশের বাজারে ৪জি প্রযুক্তির স্যামসাং গালাক্সী এস২০ এফই স্মার্টফোনের মূল্য নির্ধারিত হয়েছে ৬৪,৯৯৯ টাকা।
share on