যেকারণে গোপন বোতাম যুক্ত হলো নতুন আইফোনে
Monday, November 02 2020the verge
অ্যাপলের নতুন আইফোনের পেছনের অংশে একটি গোপন বোতাম যুক্ত হয়েছে। টাচ সেনসেটিভ এই বাটনের মাধ্যমে গ্রাহক নিজের সুবিধামত ফিচার যোগ করে নিতে পারবেন। অ্যাপল বলছে, ‘ব্যাক ট্যাপ নামে আইফোনের এই ফিচার শুধুমাত্র আইওএস ১৪ সংস্করণের আইফোনেই পাওয়া যাবে।‘ আইফোনের সেটিংস ম্যানু থেকে টাচ অপশনে অ্যাপ সুইচার, নটিফিকেশন ম্যানু, ভয়েস রেকর্ড, ক্যমেরা ফিচার, কন্ট্রোল সেন্টার,কোনো নির্ধারিত অ্যাপ কিংবা ওয়েবসাইট, সিরি ফিচার এবং স্ক্রিনশট নেওয়া ছাড়াও অন্যান্য পছন্দনীয় অ্যাপ্লিকেশন ফিচার বেছে নিয়ে যাবে। এছাড়াও প্রয়োজনে এই গোপন বোতাম প্রয়োজনে বন্ধ করে রাখার সুযোগও থাকছে।
Ad
প্রযুক্তি বিষয়ক সংবাদ সংস্থা ভার্জের মতে, ‘অ্যাপল আইফোনের পেছনের অংশে সম্পূর্ণ অদৃশ্য অত্যাধুনিক এই শর্টকাট বাটনের মাধ্যমে গ্রাহক খুব সহজেই যে কোনো ফিচার যুক্ত করতে পারবেন। একটি, দুটি কিংবা তিনটি ট্যাপের মাধ্যমে গ্রাহকের কাঙ্খিত ফিচার চালু করে দিবে এই গোপন বাটন।‘ অ্যাপলের উদ্ভাবিত এই গোপন বাটন ফিচারটিকে চলতি সময়ের সেরা উদ্ভাবন বলেও আখ্যা দিয়েছেন অনেকেই। তবে মজার বিষয়, এখন পর্যন্ত গ্রাহকদের অধিকাংশই অ্যাপলের ব্যাক ট্যাপ ফিচার সম্বন্ধে বিস্তারিত জানেন না। অ্যাপলের পক্ষ থেকেও এ বিষয়ে গ্রাহকদের তেমন কিছু জানানো হয়নি।
সম্প্রতি গুগলের অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে এ ধরনের টাচ ফিচার নিয়ে আসার পরিকল্পনা করা হলেও তা যথাযথভাবে বাস্তবায়নের অভাবে পিছিয়ে যায় এ কার্যক্রম। তবে বিশ্লেষকদের মতে, ‘শর্টকাট ফিচার নিয়ে গুগলের চেয়ে অনেক বেশী অগ্রসর হয়ে নতুন আইফোনে ব্যাক ট্যাপ ফিচারযুক্ত করে বাজারে সাড়া ফেলতে সক্ষম অ্যাপল ইনকর্পোরেশন।‘