সংখ্যায় অ্যাপলকে ছাড়িয়ে গেলো শাওমি

Sunday, November 01 2020
অ্যাপল আইফোন ১২
appleinsider


ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) এর তথ্য মতে, ২০২০ সালে বিক্রি হওয়া স্মার্টফোনের সংখ্যার হিসেবে অ্যাপলকে ছাড়িয়ে গেছে শাওমি। এ তালিকার প্রথম অবস্থানে রয়েছে স্যামসাং, আর দ্বিতীয় অবস্থানে হুয়াওয়ে। যদিও মহামারির প্রভাবে বিশ্বজুড়ে চলতি বছর স্মার্টফোন বিক্রি কমেছে ১.৩ শতাংশ।

সূত্র বলছে, চলতি বছরের জুলাই হতে সেপ্টেম্বর এই তিন মাসে সর্বমোট ৩৪ কোটি ৮০ লাখ স্মার্টফোন বিক্রয় হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ আট কোটি দুই লক্ষ স্মার্টফোন বিক্রয় করে বিক্রিত স্মার্টফোনের সংখ্যা এবং লাভের অঙ্কে শীর্ষে রয়েছে কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা হুয়াওয়ে পাঁচ কোটি এক লক্ষ স্মার্টফোন বিক্রয় করেছে। আর চার কোটি ছয় লক্ষ স্মার্টফোন বিক্রয় করে তৃতীয় অবস্থানে উঠে এসেছে শাওমি। যা প্রতিষ্ঠানটির গত বছরের বিক্রিত স্মার্টফোনের তুলনায় ৪২% বেশী। আর গত তিন মাসে অ্যাপলের ১০% স্মার্টফোন বিক্রয় কমে তা সংখ্যায় ৪ কোটি এক লক্ষতে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, আইফোন ১২ দিয়ে অ্যাপল ইনকর্পোরেশন এই স্থান খুব দ্রুতই পুনঃর্দখল করবে।

গত তিন মাসে আইফোন বিক্রিতে অ্যাপলের বিক্রি কমে গেলেও অন্যান্য ডিভাইস এবং সেবা বিক্রিতে অভাবনীয় সাফল্য পেয়েছে অ্যাপল। এ সময়ে ম্যাক, আইটিউনস, আইপ্যাড এবং অ্যাপল সার্ভিস হতে প্রতিষ্ঠানটি রেকর্ড ৬৪ বিলিয়ন ডলার আয় করেছে। এদিকে হুয়াওয়ের পর অ্যাপলকে হটিয়ে বিশ্বের শীর্ষ তিন স্মার্টফোন নির্মাতাদের তালিকায় আরেক চীনা প্রতিষ্ঠানের অন্তর্ভূক্তিতে সন্তোষ প্রকাশ করেছে চীন সরকার। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ‘অ্যাপলের এ ধরনের অবনমনের অন্যতম কারন হিসেবে স্মার্টফোনের বাজার চাহিদা বিশ্লেষনের অভাব।‘
share on