অবশেষে ভারত থেকে বিদায় নিচ্ছে জনপ্রিয় মোবাইল গেইম পাবজি

Saturday, October 31 2020
জনপ্রিয় মোবাইল গেইম পাবজি
image courtesy: gsmarena


বিশ্বের জনপ্রিয় ব্যাটল রয়েল মোবাইল গেইম পাবজি সম্প্রতি ভারতে সকল সেবা এবং গ্রাহকদের এক্সেস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স ও আইটির সিদ্ধান্তে গ্রাহকদের তথ্য চুরি এবং অবৈধ উপায়ে তথ্য পাচারের অভিযোগে ভারতে পাবজিসহ অন্তত ১১৮টি মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ্ব করা হয়। তারপর থেকেই পাবজি কর্পোরেশন এবং টেনসেন্ট গেইমস এর উদ্যোগে বিভিন্নভাবে ভারতে পুনরায় পাবজি মোবাইল গেইম চালুর উদ্যোগ গ্রহন করা হয়। তবে সকল চেষ্টা বিফলে গেলে অবশেষে ভারত থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে হল চীনা মোবাইল গেইম নির্মাতা এই প্রতিষ্ঠানটিকে।

সম্প্রতি ভারতে পাবজি গ্রাহকদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটি বলছে, “ভারতের মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স ও আইটির সিদ্ধান্তের প্রেক্ষিতে টেনসেন্ট গেইমস ভারতীয় গ্রাহকদের সকল সেবা এবং অ্যাক্সেস ডেটা মুছে ফেলা হবে।” ভারতে পাবজি গ্রাহকদের নিকট হতে প্রাপ্ত সহযোগিতা এবং ভালোবাসায় সিক্ত প্রতিষ্ঠানটি গ্রাহকদের ডেটার সুরক্ষায় সর্বদা প্রস্তুত বলেও জানিয়েছে। ইতিপূর্বে চীনের সাথে বিরোধের জের ধরে ভারতে টিকটক, উইচ্যাট, এমআই কম্যিউনিটি, এমআই ভিডিও কলসহ বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়। উল্লেখ্য, ভারতে পাবজি মোবাইল গেম অ্যাপ্লিকেশনের পাঁচ কোটি নিয়মিত গ্রাহক রয়েছেন। তবে জনপ্রিয় মোবাইল গেইম ভারত থেকে বিদায় নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। তাদের মতে, “যুবসমাজের স্মার্টফোন আসক্তি কমাতে এই সিদ্ধান্ত বেশ কার্যকর হবে।” সূত্র বলছে, ‘ভারত ছাড়াও জর্ডান, নেপাল, ইসরায়েল এবং ইরাকে ইতিমধ্যেই পাবজি মোবাইল গেইম নিষিদ্ধ হয়েছে, শীঘ্রই হতে পারে অন্যান্য দেশেও’।
share on