স্যামসাং নতুন রেকর্ড গড়লো দুর্যোগের বছরে
Friday, October 30 2020image courtesy: gsmarena
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে সর্বোচ্চ আট কোটি দুই লক্ষ স্মার্টফোন বিক্রয় করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির ইতিহাসে এই প্রথম মাত্র ৩ মাসে রেকর্ড ৫৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রয় কমে গেলেও ব্যাতিক্রম দক্ষিণ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক এই প্রযুক্তি পণ্য নির্মাতা এই প্রতিষ্ঠান। সূত্র বলছে, ‘স্যামসাং এর সরাসরি অফলাইন বিজ্ঞাপন প্রথা কমিয়ে আনা এবং যথাযথ আয়-ব্যায় ব্যাবস্থাপনা নীতির প্রয়োগে মহামারীর মধ্যেও পূর্ববর্তী প্রান্তিকের চেয়ে ৫০ শতাংশ বেশী স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।‘
সিঙ্গাপুরভিত্তিক গবেষনা সংস্থা ক্যানালিস সম্প্রতি বিশ্ববাজারে গত তিন মাসে বিক্রিত স্মার্টফোনের ওপর বিষদ এক গবেষনার ফল প্রকাশ করে। এতে দেখা যায়, চলতি বছরের জুলাই হতে সেপ্টেম্বর এই তিন মাসে সর্বমোট ৩৪ কোটি ৮০ লাখ স্মার্টফোন বিক্রয় হয়েছে। এই তালিকায় সর্বোচ্চ আট কোটি দুই লক্ষ স্মার্টফোন বিক্রয় করে স্যামসাং এর অবস্থান শীর্ষে রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও গত তিন মাসে চলতি বছরের পূর্বের প্রান্তিকের তুলনায় প্রায় ২২% স্মার্টফোন বেশী বিক্রয় হয়েছে। এদিকে গত তিন মাসের সর্বোচ্চ স্মার্টফোন বিক্রির তালিকায় টেক জায়ান্ট অ্যাপলকে ছাড়িয়ে তৃতীয়স্থান দখলে নিয়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। যুক্তরাষ্ট্রের রোষানলে পড়া আরেক চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে পুর্বের ন্যায় দ্বিতীয়স্থানে অবস্থান করছে। এছাড়াও তালিকার শীর্ষ দশের মধ্যেই রয়েছে ভিভো, অপো, রিয়েলমি এবং লেনোভোর অবস্থান।
Ad
বিশ্বের প্রায় সবগুলো দেশেই অনলাইনেই বিক্রি বাড়ায় প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠানেরই গড় মুনাফা বেড়েছে। সেই সাথে কমেছে অপারেটিং খরচ এবং অন্যান্য খরচ। প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রতিষ্ঠান জিএসএম এরিনার মতে, মিড-রেঞ্জ স্মার্টফোনের প্রতি গ্রাহকদের ঝোঁক বেশী থাকায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে স্যামসাং।