স্বল্পমূল্যের যত স্মার্টওয়াচ দেশের বাজারে
Thursday, October 29 2020mobilemaya
দেশের বাজারে সর্বনিম্ন মাত্র ১৩০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে আধুনিক ফিচারের সব স্মার্টওয়াচ। চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হেয়লু, কলমি, মাইক্রোওয়্যার, ডিটিএক্স, রিয়েলমি এবং অ্যামাজফিট ব্র্যান্ডের এসব স্মার্টওয়াচে রয়েছে গ্রাহকদের সুস্বাস্থ্য নিশ্চিতে বেশ কিছু হেলথ মনিটরিং টুল এবং আকর্ষনীয় ওয়াচ ফেস। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যেই হালের জনপ্রিয় এসব স্মার্টওয়াচ আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ।
Ad
বিশ্বখ্যাত চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাব-ব্র্যান্ড হেয়লুর দুটি স্মার্টওয়াচ বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। হেয়লু ওয়াচ টু এবং হেয়লু এলএস ০৫ সোলার নামে দুটি স্মার্টওয়াচই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। হেয়লু ওয়াচ টু স্মার্টওয়াচে রয়েছে ৩২০ পিপিআই সমৃদ্ধ ১.৪ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে, ব্লুটুথ ৫.০ প্রযুক্তি, ওয়াটার রেসিস্ট্যান্ট সক্ষমতা এবং ৩০ দিন পর্যন্ত ব্যাটারী ব্যাকআপ। ওজনে খুবই হাল্কা, দেখতে সুন্দর এই স্মার্টওয়াচটির মূল্য বাংলাদেশের বাজারে মাত্র ১৮৯০ টাকা। অন্যদিকে গোল ডিজাইনের হেয়লু এলএস ০৫ সোলার স্মার্টওয়াচের বিশেষত্ত্ব হচ্ছে এর ক্লাসিক ডিজাইন, মেটাল বডি এবং গোলাকৃতির ডিসপ্লে। অন্যান্য সকল আধুনিক ফিচার সমৃদ্ধ ক্ল্যাসিক ডিজাইনের এই স্মার্টওয়াচের মূল্য মাত্র ২৬৫০ টাকা।
আরেক চীনা প্রতিষ্ঠান কলমি বিশ্বজুড়ে প্রসিদ্ধ আকর্ষনীয় মূল্যে স্মার্টওয়াচ বিক্রয়ের জন্য। এই প্রতিষ্ঠানের তৈরী স্মার্টওয়াচ দুটির বিশেষত্ব হচ্ছে এর কলিং ফিচার। বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন থাকায় স্মার্টফোন দূরে রেখে অনায়াসেই এই স্মার্টওয়াচের মাধ্যমে কথা বলা সম্ভব। এই স্মার্টওয়াচটি বেশ পাতলা এবং ওজনে হাল্কা। এতে রয়েছে ২৪০ পিপিআই সমৃদ্ধ ১.৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে পর্দা, ব্লুটুথ ৪ প্রযুক্তি, ওয়াটার রেসিস্ট্যান্ট সক্ষমতা এবং ২০ দিন পর্যন্ত ব্যাটারী ব্যাকআপ। কলমি পি৮ এবং পি৮ প্রো দুটি স্মার্টওয়াচের মূল্য যথাক্রমে ১৩৯০ এবং ১৪৫০ টাকা।
দেশের বাজারে সর্বনিন্ম মূল্যে পাওয়া যায় এমন স্মার্টওয়াচটি হচ্ছে মাইক্রোওয়্যার ডব্লিও২৬। এই স্মার্টওয়াচটির বড় আকারের ডিসপ্লে পর্দা, অ্যাপল স্মার্টওয়াচের ন্যায় আউটলুক এবং কার্ভড ডিজাইন গ্রাহকদের বেশ আকৃষ্ট করে। এতে রয়েছে ৩২০ পিক্সেলের ১.৭৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে পর্দা, ব্লুটুথ ৪ প্রযুক্তি, ওয়াটার রেসিস্ট্যান্ট সক্ষমতা এবং ২০ দিন পর্যন্ত ব্যাটারী ব্যাকআপ। কলিং ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে। বাংলাদেশের বাজারে এটির মূল্য মাত্র ১৩৫০ টাকা।
Ad
স্বল্প মূল্যের উঠতি প্রতিষ্ঠান ডিটিএক্স নির্মিত ডিটিএক্স নং-১ স্মার্টওয়াচটিও সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এতে রয়েছে ১.৭৪ ইঞ্চির ডিসপ্লে পর্দা, ওয়াটার রেসিস্ট্যান্ট সক্ষমতা এবং ৭ দিনের ব্যাটারী ব্যাকআপ। আধুনিক সব ফিচার সমন্বয়ে এই স্মার্টওয়াচটির মূল্য মাত্র ১৭০০ টাকা। এছাড়াও উন্নতমানের বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে এবং আধুনিক সব ফিচার নিয়ে দেশের বাজারে রিয়েলমি ওয়াচ ৪,৫০০ টাকা এবং হুয়াওয়ের অ্যামাজফিট বিপ লাইট ৩,৮৯০ টাকায় পাওয়া যাচ্ছে।