যে কারণে পিছিয়ে গেলো আন্ত মোবাইল ওয়ালেট লেনদেন

Wednesday, October 28 2020
দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসমূহ
image courtesy: UNB


শেষ মুহুর্তে কারিগরি ত্রুটির জন্য স্থগিত হয়ে গেলো এক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হতে অন্য ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানোর কার্যক্রম। সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসমূহকে অনির্দিষ্টকালের জন্য এই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রস্তাবনায় মোবাইল ব্যাংকিং সেবা থেকে দেশের সকল ব্যাংক, ব্যাংক হতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হতে অন্য ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানোর কার্যক্রম চালু করার কথা জানা যায়। এই সেবা কার্যকর হলে বিকাশ, রকেট, এমক্যাশ, শিউরক্যাশ ও ইউক্যাশের মতো প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্ট হতে গ্রাহকরা নিজেদের কিংবা অন্যের ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম হবেন। এছাড়াও প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের নিজেদের মধ্যেও অর্থের লেনদেন সম্ভব হবে। গত কয়েকদিন ধরেই এ ধরনের আন্তঃলেনদেন সেবা কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালিয়ে আসছিলো বাংলাদেশ ব্যাংক।

আন্তঃলেনদেন কার্যক্রম স্থগিত হওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম স্থানীয় সংবাদ মাধ্যম বণিক বার্তাকে বলেন, “শেষ মুহূর্তে কারিগরি ত্রুটি ধরা পড়ায় ব্যাংক হিসাব থেকে মোবাইলে এবং মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ব্যাংকে টাকা পাঠানোর আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। ব্যাংকসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। কারিগরি ত্রুটি সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। লেনদেনের এ পদ্ধতি ঠিক কখন চালু করা সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে।“ উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবনায় এমএফএস টু এমএফএস লেনদেনের ক্ষেত্রে শূন্য দশমিক ৮০ শতাংশ ফি এবং এমএফএস টু ব্যাংক অথবা ব্যাংক টু এমএফএস লেনদেনের ক্ষেত্রে শূন্য দশমিক ৪৫ শতাংশ ফি নির্ধারন করা হয়েছে।
share on