জুম ভিডিও কল এখন এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষিত
Wednesday, October 28 2020the verge
এন্ড-টু-এন্ড সুরক্ষায় শুধুমাত্র প্রেরক এবং প্রাপক ব্যতীত অন্যকেউ এনক্রিপটেড ডেটা পড়তে পারেনা বলে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যাবহৃত হয়। ইতিপূর্বে কয়েকবার গ্রাহকদের সুরক্ষায় জুম অ্যাপ্লিকেশনে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির দাবি জানানো হলেও এটি অন্তর্ভূক্ত করতে অস্বীকৃতি জানায় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার পর শুধুমাত্র পেইড গ্রাহকদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির বাস্তবায়নের ঘোষনা দেয় জুম। কিন্তু সম্প্রতি শুধুমাত্র ওয়েব-বেইজড এবং ৩য় পক্ষের সফটওয়্যার বাদে সকল গ্রাহকদের জন্যই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষা ব্যাবস্থা নিশ্চিত করেছে জুম কর্তৃপক্ষ। এই সুরক্ষা ব্যাবস্থার ফলে গুগল মিট, স্কাইপ এবং ফেসবুক ভিডিও চ্যাটিং ফিচারের প্রতিদ্বন্দ্বী জুম অ্যাপ্লিকেশন অনেকটাই এগিয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের।
Ad
বাংলাদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস থেকে শুরু করে গুরত্বপূর্ন বৈঠক, সভা, সম্মেলন এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবেও জুম অ্যাপ্লিকেশন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে অ্যাপটির বিনামূল্যের সংস্করণে সর্বোচ্চ ১০০ জন গ্রাহক একটানা ৪০ মিনিট ধরে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকতে পারেন। তবে অ্যাপ্লিকেশনটির নতুন সংস্করণে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি এবং অন্যান্য ফিচারের সাথে বিনামূল্যের সংস্করণে সর্বোচ্চ ২০০ জন গ্রাহক যুক্ত হতে পারবেন বলে জানা যায়।