গবেষণাগারে তৈরী হলো ১০০০০ পিপিআই মানের ডিসপ্লে!

Tuesday, October 27 2020
নতুন ওএলইডি ডিসপ্লে তৈরী করেছে স্যামসাং
image courtesy: sammobile


যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্যামসাং গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে নতুন প্রজন্মের ওএলইডি ডিসপ্লে। বিশ্বে এই প্রথমবারের মত তৈরি হল প্রতি ইঞ্চিতে ১০ হাজার পিক্সেল (পিপিআই) যুক্ত নতুন ডিসপ্লে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এর মতে, ‘ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির জন্য আদর্শ হবে এটি।‘

স্যামসাং এর নির্মিত এই ১০ হাজার পিপিআই ওএলইডি ডিসপ্লেতে দুই স্তরে আলো ফেলতে সক্ষম এমন সাদা ওএলইডি ‘ফিল্ম’ বা ফিল্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান বাজারে পাওয়া যায় এমন সর্বাধুনিক স্মার্টফোনের ডিসপ্লে সর্বোচ্চ ৫০০ পিপিআই পর্যন্ত ক্ষমতাসম্পন্ন। গবেষকরা স্যামসাং এর নির্মিত নতুন এই ডিসপ্লের উচ্চ পিক্সেল ডেনসিটি গ্রাহকদের অতিউচ্চক্ষমতাসম্পন্ন ডিসপ্লে পার্ফর্ম্যান্স প্রদান করবে বলে আশাবাদী।

স্যামসাং বলছে, ‘আসন্ন নতুন প্রজন্মের এসব এলইডি পর্দা স্মার্টফোন, টিভি এবং অগমেন্টেড রিয়েলিটি কিংবা ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসে বেশ কার্যকর হবে।‘ এদিকে এ বিষয়ে স্যাম মোবাইল প্রকাশিত এক খবরে বলা হয়, ‘স্যামসাং উদ্ভাবিত নতুন এলইডি পর্দা বর্তমানে বাজারে পাওয়া যায় এমন এলইডি পর্দা হতে কম শক্তি খরচ করে অধিক ক্রিস্টাল ক্লিয়ার ভিউ প্রদান করবে, যার ঔজ্জ্বল্যও হবে বেশ চমৎকার।‘ গ্রাহকদের প্রতিনিয়তই নতুন উদ্ভাবনী প্রযুক্তি এবং আধুনিক ফিচার উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্যামসাং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের গবেষকরা।
share on