এন্ট্রি লেভেল অপো এ৩৩ আসছে ভারতের বাজারে

Thursday, October 22 2020
অপো এ৩৩ এন্ট্রি লেভেল স্মার্টফোন
image credit: gsmarena


ভারতের বাজার মাতাতে আসছে অপোর এন্ট্রি লেভেল স্মার্টফোন - এ৩৩ । পর্যায়ক্রমে উপমহাদেশের অন্যান্য দেশেও স্বল্প মূল্যের সাশ্রয়ী এই স্মার্টফোন পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতের বাজারে অপো এ৩৩ মাত্র ১১,৯৯০ রুপি মূল্যে শীঘ্রই পাওয়া যাবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান বলছে, ৯০ হার্জ স্মুথ ডিসপ্লে বিশিষ্ট অপোর এ৩৩ স্মার্টফোনটি মূলত ইতিমধ্যেই এ অঞ্চলের বাজারে বিক্রিত অপো এ৫৩ স্মার্টফোনের সাশ্রয়ী সংস্করণ। এন্ট্রি-লেভের এই স্মার্টফোনটিতে থাকছে ৯০ হার্জের ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে পর্দা। যা এন্ট্রি লেভেল স্মার্টফোনে প্রায় অভাবনীয়। এতে ব্যাবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট, অক্টা-কোর প্রসেসর এবং অ্যাড্রিনো ৬১০ জিপিইউ। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য এর ১২০ হার্জের টাচ স্যামপ্লিং রেট যা নিখুঁত সেন্সিং এর কাজ করবে। এছাড়াও থাকছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি মেমোরী স্টোরেজ। দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্যে এতে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। ক্যামেরা বিভাগে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ম্যাক্রো এবং ডেপথ সেন্সর থাকছে। সেলফি ক্যামেরা হিসেবে ব্যাবহৃত হয়েছে ৮ মেগাপিক্সেল হোল-পাঞ্চ ক্যামেরা। দুই ক্যামেরাই ১০৮০ পিক্সেল রেটে ভিডিও ধারণ করতে সক্ষম। এছাড়াও অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি ফিচার তো থাকছেই।
share on