প্রিমিয়াম স্মার্টওয়াচ নিয়ে আসছে ওয়ান প্লাস

Thursday, October 22 2020
স্মার্টওয়াচ
forbes


উচ্চক্ষমতাসম্পন্ন স্মার্টফোনের পাশাপাশি ওয়ান প্লাস এবার হালের জনপ্রিয় ডিভাইস স্মার্টওয়াচ বাজারে নিয়ে আসতে যাচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ওয়ান প্লাসের স্মার্টওয়াচ বিল্ড কোয়ালিটি, ফিচার এবং আউটলুকে বাজারের সেরা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবং অ্যাপলকে ছাড়িয়ে যাবে।

বর্তমান বিশ্ববাজারে ওয়ান প্লাস স্মার্টওয়াচের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী অ্যাপল এবং স্যামসাং। টেক জায়ান্ট এসব প্রতিষ্ঠানকে টক্কর দিতে ওয়ান প্লাসের ভরসা স্বল্প মূল্যে আধুনিক ফিচারের উচ্চক্ষমতাসম্পন্ন ডিভাইস। গ্রাহক সেবার মাধ্যমেই ইউরোপ এবং আমেরিকার প্রযুক্তি পণ্যের বাজারে স্মার্টফোন দিয়ে সফল হয়েছে প্রতিষ্ঠানটি। ইতিপূর্বে বাজারে আসা ওয়ান প্লাস বাডস মাত্র ৭৯ ডলারে বাজারে নিয়ে এসে দারুন সাড়া ফেলেছিলো ওয়ান প্লাস। যেখানে সমসাময়িক সময়ে বাজারে আসা প্রায় একই স্পেসিফিকেশনের গুগল পিক্সেল বাডস, অ্যাপল এয়ারপড, স্যামসাং গ্যালাক্সী বাডস প্লাস এর মূল্য ওয়ান প্লাস বাডস এর দ্বিগুনেরও বেশী। পরবর্তীতে মাত্র ৫০ ডলারের অবিশ্বাস্য মূল্যে ওয়ান প্লাস জেড বাডস নিয়ে আসে প্রতিষ্ঠানটি। চলতি বছর স্বল্প মূল্যের সাশ্রয়ী স্মার্টফোনের বাজারেও প্রবেশ করতে যাচ্ছে ওয়ান প্লাস।

ওয়ান প্লাস স্মার্টওয়াচে থাকছে ১.৯১ ইঞ্চির অ্যামোলড ডিসপ্লে পর্দা যার পিক্সেল রেজুলেশন ৪৭৬x৪০২। এতে স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০ প্রসেসর এবং আধুনিক ফিচারসমৃদ্ধ ওয়্যার ওএস ব্যাবহৃত হয়েছে। স্মার্টওয়াচটিতে থাকছে ১জিবি র‍্যাম এবং ৮ জিবি মেমোরী স্টোরেজ। সংস্করণভেদে ৩ এবং ৫ এটিএম পানির চাপ নিতে সক্ষম বলে অনায়াসেই স্মার্টওয়াচটি পড়ে সাঁতার কাটা সম্ভব হবে। এছাড়াও জিপিএস, হেলথ মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, স্পোর্টস মোড, টিভির রিমোট কন্ট্রোল এবং আধুনিক স্মার্টওয়াচের সকল ফিচার তো থাকছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফোর্বস এর মতে, আসন্ন ওয়ান প্লাস ওয়াচ এর মূল্যও হতে পারে এই ক্যাটাগরির স্মার্টওয়াচসমূহের তুলনায় অনেক সাশ্রয়ী। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষনার মাধ্যমে ওয়ান প্লাসের নির্মিত প্রথম স্মার্টওয়াচ বাজারে নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানটি।

share on