অ্যাপলের নতুন ডিভাইস ‘এয়ার ট্যাগ’
Wednesday, October 21 2020macrumors
নতুন ডিভাইস ‘এয়ার ট্যাগ’ নিয়ে আসছে অ্যাপল। যেকোনো হারিয়ে যাওয়া স্মার্টফোন, স্মার্টওয়াচ, চাবি কিংবা ব্যাগ খুঁজে পেতে সাহায্য করবে ব্লুটুথ সংযুক্তিতে কাজ করা এই ডিভাইস। ইতিপূর্বে টাইল, অ্যাডেরোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ ধরনের ট্যাগিং ডিভাইস তৈরি করলেও এবার প্রথমবারের মত অ্যাপল এই ডিভাইস তৈরি শুরু করেছে।
Ad
সূত্র বলছে, অ্যাপলের কারখানায় বিশাল অঙ্কে তৈরি হচ্ছে এয়ার ট্যাগ। ছোট এবং বড় এই দুটি আকারে গোলাকৃতির এই ট্যাগ যেকোনো ডিভাইসের সাথে যুক্ত করে দিলে আইফোনের ফাইন্ড মাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে ডিভাইসটি। স্কুল ব্যাগ, চাবি, স্মার্টফোন, সাইকেল এমনকি পোষা প্রাণীর দেহে যুক্ত করে দিলে খুব সহজেই এসব খুঁজে পাওয়া যাবে। ধারনা করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই অ্যাপলের অন্যান্য ডিভাইসের সাথে বাজারে পাওয়া যাবে নতুন ‘এয়ার ট্যাগ’।
এয়ার ট্যাগ ডিভাইসে সংযুক্ত ক্ষুদ্রাকৃতির অ্যাপল চিপের মাধ্যমে এটি সর্বদা গ্রাহকের আইফোন, আইপ্যাড কিংবা ম্যাক ডিভাইসে অবস্থান সংক্রান্ত সংকেত পাঠাবে। গ্রাহকের অ্যাপল ডিভাইস সেই সংকেত গ্রহন করে ট্যাগিং ডিভাইসটির রিয়েল টাইম লোকেশন দেখাবে। এতে গ্রাহকের প্রয়োজনীয় ডিভাইস হারিয়ে যাওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যাবে। ডিভাইসটির সুরক্ষায় ব্যাবহৃত হচ্ছে অতি উচ্চমানের প্লাস্টিক এবং রাবার পর্দা। সচরাচর স্মার্টফোনের ব্লুটুথ ডিভাইস এতটা শক্তিশালী না হলেও এয়ার ট্যাগ ডিভাইসের ব্লুটুথ বেশ শক্তিশালী হবে বলে জানিয়েছে ম্যাকরিউমরস। অন্যদিকে অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং চি কুয়োর মতে, “অ্যাপল এয়ার ট্যাগ ডিভাইসে আল্ট্রা ওয়াইড ব্যান্ড চিপ ব্যাবহৃত হবে যা অগমেন্টেড রিয়্যালিটি সমর্থন করবে।“ অ্যাপলের আসন্ন আইওএস সংস্করণ ১৩ তে এয়ার ট্যাগ ব্যাবহারের ফিচারটি অন্তর্ভূক্ত হবে বলেও ধারণা করা হচ্ছে।