বিচারাধীন মামলার তথ্য জানাতে এসেছে ‘কজলিস্ট’

Wednesday, October 21 2020
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
unb


সুপ্রিমকোর্টের সকল বিচারাধীন মামলার তথ্যাদি জনগনকে খুব সহজেই অবহিত করতে সম্প্রতি চালু করা হয়েছে ‘কজলিস্ট’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিচারাধীন মামলার দৈনন্দিন কার্যতালিকা, ফলাফলসহ অনেক গুরুত্বপূর্ন তথ্যাদি প্রকাশ করা হবে।

চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের জন্য নির্মিত বিশেষ এই অ্যাপটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ বিষয়ে তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা অর্জনের বিকল্প নেই। অ্যাপটি ব্যবহার করে বিচারপতি, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থী জনগণ সহজেই সুপ্রিম কোর্টের কার্যতালিকায় থাকা মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন।” ‘কজলিস্ট’ নামে সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ এই মোবাইল অ্যাপ্লিকেশনটি অনলাইনে এক ভার্চুয়াল সভার মাধ্যমে উদ্বোধন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, বিচারক এবং সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা সুপ্রিম কোর্টের তথ্য প্রযুক্তি শাখা এবং অধস্তন আদালতের বিচারক মইন উদ্দিন কাদিরের উদ্যোগে নির্মিত এই অ্যাপটির ভূয়সী প্রশংসা করেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “বাংলাদেশে ডিজিটাইজেশনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এটা আমাদের এক বিরাট সাফল্য। আজকের এই অ্যাপ উদ্বোধন প্রমাণ করে বিচার বিভাগও ডিজিটাইজেশনে পিছিয়ে নেই। জনগণের কাছে বিচার ব্যবস্থার তথ্য পৌঁছে দেওয়ার প্রচেষ্টা হিসেবে আজকে যে অ্যাপ উদ্বোধন করা হলো সেটা একটা দৃষ্টান্ত। এটা বিচার বিভাগের সাফল্যকে ত্বরান্বিত করবে।“ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, সুপ্রিম কোর্টের জন্য আজ একটি বিশেষ দিন। আজ যে অ্যাপটির উদ্বোধন করা হলো সেটি ব্যবহার করে বিচারপ্রার্থী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ হলো। সাধারণ মানুষ তাদের মামলা সংক্রান্ত যেকোনো তথ্য এখন এই অ্যাপে পাবেন।“
share on