দ্রুততম ৮০ ওয়াট চার্জিং নিয়ে আসছে শাওমি

Tuesday, October 20 2020
শাওমি ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জার
gizmochina


চার্জ করার সময় কমাতে বিভিন্ন প্রযুক্তির ফাস্ট চার্জার নিয়ে প্রতিনিয়তই গবেষনা চলছে প্রযুক্তির দুনিয়ায়। এই দৌড়ে শাওমি এবার ছাড়িয়ে গেলো অন্য সবাইকে। শাওমি ঘোষনা করেছে ৮০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। নতুন উদ্ভাবিত এই প্রযুক্তিতে তারবিহীন চার্জার দিয়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারীযুক্ত একটি স্মার্টফোন সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট। সম্প্রতি দ্য ভার্জ-এর এক সংবাদে জানা যায়, পরীক্ষামূলকভাবে শাওমির ১০ প্রো স্মার্টফোনে ৮০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তির সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। শাওমি বলছে, ‘ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তির দিক থেকে শাওমি ছাড়িয়ে গিয়েছে সবাইকে।‘

ইতিমধ্যেই বিশ্ব বাজারের অন্তর্ভূক্ত সবচেয়ে দ্রুতগতির ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন শাওমির এমআই ১০ আল্ট্রা স্মার্টফোন। এতে ব্যাবহৃত ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি এই স্মার্টফোনের ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী মাত্র ৪০ মিনিটে সম্পূর্ন চার্জ করতে পারে। এছাড়াও সম্প্রতি ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ঘোষনা দিয়েছে আরেক চীনা প্রতিষ্ঠান অপো। বিশ্বজুড়ে ফাস্ট চার্জিং প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটলেও পিছিয়ে রয়েছে ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি। আর তাই এ প্রযুক্তির সাহায্যে গ্রাহকদের সন্তুষ্ট করতেই ৮০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জার নিয়ে বাজারে আসছে শাওমি। বর্তমানে ওয়ান প্লাস এবং অ্যাপল আইফোনেও ফাস্ট চার্জিং প্রযুক্তির সুবিধা থাকছে। উল্লেখ্য, এই প্রযুক্তিতে গ্রাহকদের সকল ডিভাইসের জন্য একটি মাত্র চার্জারই প্রয়োজন বলে ই-বর্জ্য অপসারণ এবং কার্বন নিঃসরণ কমাতে ইউনিভার্সাল ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি বেশ কার্যকর।
share on