ভারতে শত কোটি রুপি বিনিয়োগ করবে ওয়ান প্লাস

Sunday, October 18 2020
ওয়ান প্লাস
Real World News


ভারতে একশ কোটি রুপি বিনিয়োগের ঘোষনা দিয়েছে ওয়ান প্লাস। নতুন ওয়ান প্লাস স্টোর, এক্সপেরিয়েন্স জোন এবং অফলাইন বিক্রয়কেন্দ্র বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। স্মার্টফোনের পাশাপাশি আগামী বছর হতে ওয়ান প্লাসের সকল স্মার্টটিভি ভারতেই উৎপাদিত হবে বলে জানিয়েছে ওয়ান প্লাস।

স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার ভারতে এই প্রথম এত বড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ওয়ান প্লাস। এ বিষয়ে ভারতে নিযুক্ত ওয়ান প্লাসের ভাইস-প্রেসিডেন্ট নভনিত নাকরা বলেন, “সামনের কয়েকমাসে ভারতের বিভিন্ন শহরে ওয়ান প্লাসের নতুন তিন হাজার বিক্রয়কেন্দ্র এবং ১৪টি নতুন এক্সপেরিয়েন্স জোন প্রতিষ্ঠা করা হবে।“ বর্তমানে ভারতে পাঁচ হাজার বিক্রয়কেন্দ্র এবং ৩০টি এক্সপেরিয়েন্স জোন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, “ভারতের হায়দ্রাবাদের নিজাম প্যালেসে বিশ্বের সবচেয়ে বড় ওয়ান প্লাস এক্সপেরিয়েন্স জোন গড়ে তোলা হবে।” উল্লেখ্য, বর্তমানে ভারতে ওয়ান প্লাসের নতুন প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য তৈরি ওয়ান প্লাস আর এন্ড ডি সেন্টারে তিনশর অধিক ভারতীয় কর্মী কাজ করছেন। ইতিপূর্বে ওয়ান প্লাস ৮ সিরিজ এবং ওয়ান প্লাস নর্ড সিরিজের স্মার্টফোন শতভাগ ভারতে তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
share on