কর্মসূচি প্রত্যাহার, আপাতত বন্ধ হচ্ছে না ইন্টারনেট

Saturday, October 17 2020
পূর্বঘোষিত ইন্টারনেট বন্ধের কর্মসূচী স্থগিত
image credit: thebusinesspost


আগামীকাল থেকে প্রতিদিন তিন ঘন্টা সেবা বন্ধের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সংগঠন আইএসপিএবি এবং কোয়াব। চলতি সপ্তাহে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ঝুলন্ত ইন্টারনেট এবং ডিশ সংযোগের ক্যাবল অপসারণের প্রতিবাদে রোববার থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি ঘোষনা করেছিলো প্রতিষ্ঠান দুটি। গ্রাহদের শঙ্কার মধ্যেই দেশের আইনমন্ত্রী আনিসুল হক ও স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এর আশ্বাসে ধর্মঘট স্থগিত করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব)।

শনিবার ঢাকায় আয়োজিত এক অনলাইন বৈঠকে পূর্বঘোষিত ইন্টারনেট বন্ধের কর্মসূচী স্থগিতের ঘোষণা দেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এবং কোয়াব সভাপতি এসএম আনোয়ার পারভেজ। তিনি বলেন, “আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল (রবিবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা দক্ষিণ সিটির মেয়রের সাথে বৈঠক হবে এবং আশা করছি সেখানে ফলপ্রসূ আলোচনা হবে।“ তিনি আরো বলেন, “মন্ত্রী মহোদয়ের আশ্বাসে প্রধানমন্ত্রীর নির্দেশনা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করছি এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি সমাধান হয়ে যাবে।“ অনলাইনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, “সমস্যার যৌক্তিক সমাধানের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে কথা হয়েছে। মুখ্যসচিব এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল কথা বলবেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে আশা করছি। সে পর্যন্ত আইএসপিএবি এবং কোয়াবকে অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি।“ বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ছাড়াও কোয়াব এবং আইএসপিএবি নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, “আইএসপিএবি এবং কোয়াবের কাছে আহ্বান জানাচ্ছি সাত দিন সময় দেন, আপনাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সাথে কথা চলছে।“
share on