দেশের বাজার মাতাতে আসছে অপো এফ১৭
Tuesday, October 06 2020unb
বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপোর দূর্দান্ত ক্যামেরা বিশিষ্ট অপো এফ১৭ স্মার্টফোন। গ্রাহকদের জন্য দেশের সবকটি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে স্মার্টফোনটির বিক্রয় কার্যক্রম শুরু করছে অপো।
Ad
অপো এফ১৭ স্মার্টফোনে থাকছে ৬.৪৪ ইঞ্চির সুপার অ্যামোলড ডিসপ্লে এবং ৪,০১৫ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি যা ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ সমর্থন করে। স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের চিপসেট, অক্টা-কোর প্রসেসর এবং অ্যাড্রিনো ৬১০ জিপিইউ রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে অ্যান্ড্রয়েড ১০-এর ওপর নির্মিত অপোর নিজস্ব কালারওএস ৭.২। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ব্যক্তিগত তথ্য এবং অ্যাক্সেসের নিরাপত্তা নিশ্চিতে ফেইস আনলক ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধাসহ আকর্ষণীয় মূল্যে এফ১৭ বিক্রি করছে অপো। অসাধারণ স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে অপো এফ১৭ স্মার্টফোনে থাকছে চারটি ক্যামেরা। ফোনটির ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরার সাথে নাইট মোড, এআই বিউটিফিকেশন ২.০ এবং আরও বেশকিছু ফিচার থাকার কারণে স্মার্টফোন ফটোগ্রাফি উৎসাহীরা চমৎকার অভিজ্ঞতা পাবেন। বেশ স্লিম এবং হাল্কা ওজনের স্লিক ফোনটির পেছনের অংশে থাকছে লেদার টেক্সচারের নান্দনিক ডিজাইন। নীল এবং কমলা দুটি রঙে বাংলাদেশে শীঘ্রই পাওয়া যাবে এই স্মার্টফোন।