ছয় গিগাবাইট সংস্করণে আসছে রেডমি ৯এ

Monday, September 28 2020
রেডমি ৯এ স্মার্টফোন
gsmarena


ইতিমধ্যেই জনপ্রিয় রেডমি ৯এ ফোনের ছয় গিগাবাইট সংস্করণের ঘোষণা দিয়েছে শাওমি। তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক সম্ভবত এর অতি সাশ্রয়ী মূল্য। মাত্র একশত ডলার মূল্যমানে বাজারে আসতে পারে শাওমির এই নতুন চমক।

আকর্ষণীয় ডিজাইনের রেডমি ৯এ স্মার্টফোনে থাকছে ৬.৫৩ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে পর্দা। এতে মিডিয়াটেক হেলিও জি২৫ চিপসেট, অক্টা-কোর প্রসেসর এবং পাওয়ারভিআর জিপিউ ব্যাবহৃত হয়েছে। ছবি তোলার জন্যে এই স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এন্ট্রি লেভেল স্মার্টফোন হলেও এই স্মার্টফোনটির দুটি ক্যামেরাতেই ১০৮০ পিক্সেলে ভিডিও ধারন সক্ষম। এছাড়াও অ্যান্ড্রয়েড ১০ সংস্করনে চলা শাওমির রেডমি সিরিজের এই স্মার্টফোনটিতে উচ্চক্ষমতাসম্পন্ন এলইডি ফ্ল্যাশ, ব্লুটুথ ৫ সংস্করণ, ওয়াইফাই, এফএম রেডিও, জিপিএস থাকছে। রেডমি ৯এ স্মার্টফোনে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্বলিত ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারী রয়েছে। নিখুঁত পারফর্ম্যান্সের জন্য স্মার্টফোনটির ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণ ইতিমধ্যেই গ্রাহকদের সমাদর লাভ করেছে। আগামীকাল থেকেই স্মার্টফোনটি চীনের বাজারে পাওয়া যাবে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে আগামী মাসেই পর্যায়ক্রমে অন্যান্য দেশেও পাওয়া যাবে শাওমির এই স্মার্টফোন।

share on