জুম মোবাইল অ্যাপে যুক্ত হলো 'টু-ফ্যাক্টর অথেনটিকেশন'

Sunday, September 13 2020
জুম মোবাইল অ্যাপে যুক্ত হলো 'টু-ফ্যাক্টর অথেনটিকেশন'
credit: zoom


অনলাইন অ্যাকাউন্টে নিরাপত্তার অন্যতম অনুসঙ্গ 'দ্বি-স্তর নিরাপত্তা' ব্যবস্থা বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন। এ প্রক্রিয়ায় কোনো অ্যাকাউন্টে প্রবেশের জন্য শুধুমাত্র পাসওয়ার্ড নয়, ব্যব‌হারকারীর মোবাইল ডিভাইসে পাঠানো ক্ষুদে বার্তাও যাচাই করা হয়। ফলে, অ্যাকাউন্ট মালিকের মোবাইল হস্তগত না করে তার অ্যাকাউন্টে অনুপ্রবেশ একরকম অসম্ভব। পূর্বে শুধুমাত্র ওয়েব প্লাটফর্মে এ সুবিধা থাকলেও, এখন জুম মোবাইল অ্যাপ ও ডেস্কটপে এ সুবিধা পাওয়া যাবে। গত শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে এ ঘোষণা দেয় জুম।

যেভাবে চালু করবেন জুম টু-ফ্যাক্টর অথেনটিকেশন:

১. আপনার জুম অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করুন
২. 'নেভিগেশন' মেন্যুতে গিয়ে অ্যাডভান্সড -> সিকিউরিটি -তে প্রবেশ করুন
৩. 'সাইন-ইন উইথ টু-ফ্যাক্টর অথেনটিকেশন' এনাবল করুন
৪. 'সেইভ' বাটনে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন

আর এতেই মিলবে আপনার অনলাইন কনফারেন্সিং এর ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা।
share on