ভারতে প্রথমবারের মত স্মার্টওয়াচ নিয়ে হাজির হচ্ছে শাওমি

Wednesday, September 02 2020
শাওমি রিভোলভ স্মার্টওয়াচ
gsmarena


ভারতের বাজারে এবারই প্রথম স্মার্টওয়াচ নিয়ে হাজির হচ্ছে চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। দক্ষিন এশিয়ার অন্যান্য দেশের মত ভারতেও শাওমি পন্যের উল্লেখযোগ্য চাহিদা থাকায় সম্প্রতি ঘোষিত 'রিভলভ' দিয়েই ভারতে স্মার্টওয়াচের ব্যাবসা শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। সেই সাথে ভারতের বাজারে শাওমি স্মার্ট ব্যান্ড ৫ এর যাত্রা শুরু করারও ঘোষনা দিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা এই প্রতিষ্ঠান। শাওমির পক্ষ থেকে এই স্মার্টওয়াচটিকে 'রিভলভ' নামকরণ করা হলেও এটি প্রকৃতপক্ষে শাওমির এমআই কালার নামে এ বছরের জানুয়ারীতে চীনের বাজারে উন্মুক্ত হয়। তবে বর্তমানে এই স্মার্টওয়াচটির গ্লোবাল সংস্করণের নাম এমআই ওয়াচ রিভলভ।

শাওমির রিভলভ স্মার্টওয়াচে রয়েছে ১.৩৯ ইঞ্চির অ্যামোলড ডিসপ্লে পর্দা, স্টেইনলেস স্টিল বডি এবং একটানা ১৪ দিনের ব্যাটারী ব্যাকআপ। ওয়্যার ওএস এর রুপান্তরিত সংস্করণ এমআইইউআই ব্যবহৃত হয়েছে স্মার্টওয়াচটিতে। এতে আরো রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ এবং সার্বক্ষনিক জিপিএস প্রযুক্তি। পানির গভীরে সর্বোচ্চ ৫ এটিএম চাপে কাজ করতে সক্ষম এই স্মার্টওয়াচ। ভারতের বাজার শাওমির এই স্মার্টওয়াচটির মূল্য হতে পারে ৮,৬০০ রুপি। অন্যদিকে এমআই ব্যান্ড ৫ রিস্ট ব্যান্ড একটি ফিটনেস ট্র্যাকার, যাতে রয়েছে ১.১ইঞ্চির অ্যামোলেড পর্দা, হার্ট রেট মনিটরিং পিপিজি প্রযুক্তি, ওয়াটার রেসিস্টেন্ট এবং ১৪ দিনের একটানা ব্যাটারী ব্যাকআপ সুবিধা। অত্যাধুনিক স্পোর্টস লুকের এই ডিভাইসটি শারীরিক সক্ষমতা, অসুস্থ্যতা এবং ঘুমের হিসেব রাখতে পারে। ভারতের বাজার শাওমির এই স্মার্ট ব্যান্ড ৫ এর মূল্য হতে পারে ২,৩০০ রুপি।
share on