অবশেষে ফাইভজি যুগে প্রবেশ করতে যাচ্ছে আইফোন

Wednesday, September 02 2020
আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স
gsmarena


আগামী কয়েক মাসের মধ্যেই নতুন চারটি ৫জি প্রযুক্তির আইফোন বিশ্ববাজারে উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। শুধু তাই নয়, আইফোনের পাশাপাশি আইপ্যাড এয়ার এবং অ্যাপল ওয়াচের দুটি নতুন সংস্করণও শীঘ্রই বাজারে আসবে। ব্লুমবার্গ এর মতে, সহযোগী উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের প্রতি প্রায় সাড়ে সাত কোটি ৫জি প্রযুক্তির আইফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অ্যাপল। সেই সাথে এবছরেই অ্যাপল ৮ কোটি আইফোন বিক্রয় করতে সক্ষম হবে বলেও জানিয়েছে। তবে এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের মতে, সেপ্টেম্বর কিংবা ও অক্টোবর মাসে অন্তত চারটি নতুন ৫জি আইফোন, আইপ্যাড এয়ারের নতুন সংস্করণ এবং অ্যাপল ওয়াচের দুটি সংস্করণ বাজারে আসবে। স্বল্পমূল্যের নতুন অ্যাপল হোমপড এবং শক্তিশালী প্রসেসর সম্বলিত অ্যাপল টিভিও আসতে পারে বলে ধারনা করছেন অনেকে।

অ্যাপলের নতুন চারটি আইফোন ৫.৪, ৬.১, ৬.৭ ইঞ্চির ডিসপ্লে সম্বলিত হতে পারে। এসব আইফোনের উচ্চ ক্ষমতাসম্পন্ন সংস্করনে যুক্ত করা হবে লিডার প্রযুক্তির আধুনিক ক্যামেরা। দুপাশে স্টীল ফ্রেমে মোড়ানো স্কয়ার ডিজাইনের এসব আইফোনে নতুন রঙ হিসেবে ডার্ক ব্লু যুক্ত হতে পারে বলে জানা যায়। এছাড়াও আইপ্যাড এয়ারের নতুন সংস্করণে আইপ্যাড প্রো এর মত স্বল্প এজের ডিজাইন ব্যাবহার হতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সংস্থাটির মতে, গ্রাহকরা অ্যাপলের সর্বশেষ আইওএস সংস্করণ আইওএস ১৪ এর স্ট্যাবল বিল্ড চলতি মাসেই পাবেন। সর্বশেষ বাজারে আসা অ্যাপল ওয়াচ ৫ এর পরবর্তী সংস্করণ অ্যাপল স্মার্টওয়াচে যুক্ত হতে পারে আধুনিক সব ফিচার। সম্পূর্ন নতুন ধাঁচের, আধুনিক ডিজাইনের নতুন স্মার্টওয়াচ বাজারে উন্মুক্ত করতে পারে অ্যাপল। কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমের মতে, নতুন নির্মিত প্রসেসর সম্বলিত আধুনিক অ্যাপল টিভির সাথে ফাইন্ড মাই আইফোন ফিচারের ন্যায় রিমোট খুজে বের করতে পারে এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল।
share on