শাওমি রেডমি ৯সি এখন দেশের বাজারে

Tuesday, September 01 2020
শাওমি রেডমি ৯সি স্মার্টফোন
unb


জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো রেডমি ৯সি স্মার্টফোন। রেডমি সিরিজের এই স্বল্পমূল্যের স্মার্টফোনটি আনুষ্ঠানিক অবমুক্তির পূর্ব থেকেই গ্রাহকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অন্যদিকে একইসাথে শাওমি স্মার্ট ব্যান্ড ৫ অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি। অনন্য বৈশিষ্ট্যের এই ফ্যাশনেবল ফিটনেস ট্র্যাকার বিশ্বব্যাপী বহুল জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি ঘোষিত শাওমির এ দুটি ডিভাইস শীঘ্রই দেশের বাজারে সকল বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শাওমির বাংলাদেশে নিযুক্ত মহাব্যাবস্থাপক জিয়াউদ্দীন চৌধুরি বলেন, “সবার জন্যে প্রযুক্তির নিশ্চিতকরনে প্রতিটি রেডমি ডিভাইসের মাধ্যমে আমরা গ্রাহকদের আরো সন্নিকটে পৌঁছে যাচ্ছি।“ শাওমির নিজস্ব প্রযুক্তিতে তৈরি রেডমি ৯সি বাজেট স্মার্টফোনের প্রতি গ্রাহকদের ব্যাপক আগ্রহ নিজেদের উৎসাহিত করছে বলেও জানিয়েছেন তিনি।

এন্ট্রি লেভেলের বাজেট স্মার্টফোন বলা হলেও রেডমি ৯সি-কে উচ্চ ক্ষমতার গেমিং স্মার্টফোনও বলা যায়। এতে রয়েছে ৬.৫৩ইঞ্চির বিশালাকৃতির ডট ড্রপ ডিসপ্লে পর্দা, মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, অক্টা-কোর গেমিং চিপসেট এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। এই স্মার্টফোনটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডেপথ সেন্সর, ম্যাক্রো ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। স্বল্প বাজেটের ফোন হলেও রেডমি ৯সি স্মার্টফোনের এন্টি ফিঙ্গারপ্রিন্ট ডিজাইন এবং ডুয়েল ৪জি স্ট্যান্ডবাই সুবিধা একে করেছে অনন্য। দুই গিগাবাইট সংস্করণে ১০,৯৯৯ টাকা এবং তিন গিগবাইট সংস্করণে ১২,৪৯৯ টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন।

অন্যদিকে শাওমি স্মার্টব্যান্ড ৫-এ থাকছে ১.১ইঞ্চির অ্যামোলেড পর্দা, হার্ট রেট মনিটরিং পিপিজি প্রযুক্তি, ওয়াটার রেসিস্টেন্ট এবং ১৪ দিনের একটানা ব্যাটারী ব্যাকআপ সুবিধা। এই স্মার্ট ব্যান্ডটি হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, সাতার, যোগব্যায়ামসহ ১১টি স্পোর্টস মোডে কাজ করতে সক্ষম। আধুনিক স্পোর্টস লুকের এই ডিভাইসটি শারীরিক সক্ষমতা, অসুস্থ্যতা এবং ঘুমের হিসেব রাখতে পারে। স্মার্ট ব্যান্ড ৫ এর হার্ট রেট মনিটরিং শনাক্তের রিপোর্ট অন্যান্য সমসাময়িক ব্যান্ডের তুলনায় ৫০ শতাংশ অধিক কার্যকরী বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। স্মার্ট ব্যান্ড ৫ এর মূল্য উল্লেখ না করা হলেও এটি শীঘ্রই জানানো হবে বলেও জানিয়েছে শাওমি।
share on