বাজারে আসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারীযুক্ত গ্যালাক্সী এম৫১
Monday, August 31 2020the verge
স্যামসাং এর নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন গ্যালাক্সী এম৫১ শীঘ্রই বিশ্ব বাজারে উন্মুক্ত হতে যাচ্ছে। কোরিয়ান প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটির এই স্মার্টফোনটির বিশেষত্ত্ব হিসেবে এতে থাকছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এযাবতকালে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে এই প্রথম স্যামসাং তাদের আসন্ন স্মার্টফোনে এত বড় ধারণক্ষমতার ব্যাটারী নিয়ে হাজির হচ্ছে। অতি উচ্চক্ষমতা সম্পন্ন এই ব্যাটারী স্মার্টফোনটিকে অনায়াসেই একটানা ৩ দিন সচল রাখতে সক্ষম। স্যামসাং বলছে আসন্ন ১১ই সেপ্টেম্বর হতে বাজারে পাওয়া যাবে এই স্মার্টফোন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গ্যালাক্সী এম৫১ এর ওপর আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার জিতে নেবার সুযোগ নিয়ে বিস্তারিত খোলাসা করেছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে, স্যামসাং গ্যালাক্সী এম৫১ স্মার্টফোনটি দেশের বাজারে অপো, শাওমি এবং রিয়েলমির মিড-রেঞ্জ স্মার্টফোনগুলোর সাথে ভালো প্রতিযোগিতা করতে পারবে।
Ad
স্যামসাং গ্যালাক্সী এম৫১ স্মার্টফোনে থাকছে ৬.৭ ইঞ্চির ওএলইডি পাঞ্চ হোল ডিসপ্লে পর্দা যা ৯০ হার্জ রিফ্রেশ রেটে কাজ করতে সক্ষম। এতে প্রাথমিক ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য স্মার্টফোনটির সম্মুখভাগে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনে ৭৩০জি চিপসেট, অক্টা-কোর প্রসেসর, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। গ্যালাক্সী এম৫১ স্মার্টফোনের বিশেষ আকর্ষন হচ্ছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পন্ন ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। অ্যান্ড্রয়েড ১০ সংস্করণে চলা এই স্মার্টফোনে আরো রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সি-টাইপ চার্জার এবং হেডফোন জ্যাক। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম হতে পাওয়া তথ্যমতে, সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারীযুক্ত এই স্মার্টফোনকে মিড-রেঞ্জ স্মার্টফোনের মধ্যে সেরা বলেও আখ্যায়িত করেছেন অনেকেই।