এই বছরই আসছে ওয়ান প্লাসের এন্ট্রি-লেভেল স্মার্টফোন

Sunday, August 30 2020
ওয়ান প্লাস নর্ড স্মার্টফোন
the verge


উচ্চক্ষমতাসম্পন্ন স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ওয়ান প্লাস সম্প্রতি এন্ট্রি লেভেলের স্মার্টফোন বাজারে নিয়ে আসার ঘোষনা দিয়েছে। ওয়ানপ্লাসের প্রায় সকল উচ্চ ক্ষমতার স্মার্টফোনের মূল্যই বাংলাদেশের বাজারে ২০ হাজার টাকার বেশী। মিড-লেভেল স্মার্টফোনের মধ্যে ওয়ান প্লাস নর্ড বাজারে বেশ ভালো প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। গ্রাহকদের এন্ট্রি লেভেলের উন্নতমানের ওয়ান প্লাস স্মার্টফোনের চাহিদা মেটাতে আসছে ওয়ান প্লাস ক্লোভার। এই স্মার্টফোনটি বিশ্ববাজারে পাওয়া যাবে মাত্র ২০০ ডলার কিংবা ১৬ হাজার টাকায়। প্রযুক্তি বিশ্লেষক অনলাইন ব্লগ অ্যান্ড্রয়েড সেন্ট্রালের মতে, শীঘ্রই আসন্ন ওয়ান প্লাস ক্লোভার স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার মাতাতে সক্ষম। স্মার্টফোনটির পূর্ন স্পেসিফিকেশন এখনো না পাওয়া গেলেও এ বিষয়ে নির্ভরযোগ্য সূত্র হতে পাওয়া তথ্যসমূহ প্রকাশ করেছে বিভিন্ন অনলাইন সংবাদপত্র। ওয়ান প্লাস ক্লোভার স্মার্টফোনের মূল্য এবং ফিচার বিশ্লেষনে অনেকেই একে আগামী দিনের সেরা এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবেও উল্লেখ করেছেন।

দূর্দান্ত ক্যামেরা সেটাপ, শক্তিশালী ফাস্ট চার্জিং প্রযুক্তিসম্পন্ন ব্যাটারী এবং সমমানের অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের থেকে গ্রাহক চাহিদায় বেশ এগিয়ে রয়েছে ওয়ান প্লাস স্মার্টফোনসমূহ। ওয়ান প্লাসের এন্ট্রি লেভেলের ক্লোভার স্মার্টফোনে থাকছে ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে পর্দা, ৪জিবি র‍্যাম এবং ৬৪ জিবি এক্সপেন্ডেবল মেমোরী স্টোরেজ। এই স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তিসম্পন্ন ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী। স্মার্টফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হেডফোন জ্যাক এবং আধুনিক স্মার্টফোনের প্রায় সকল ফিচারই থাকছে এতে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আকর্ষনীয় এই এন্ট্রি লেভেল স্মার্টফোনে ৭২০ পিক্সেলের ডিসপ্লে, ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী এবং স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট একে একটানা ২দিনের বেশী ব্যাটারী ব্যাক-আপ দিতে সক্ষম।
share on