থ্রিজি-ফোরজি সেবা পুনরায় চালু হল রোহিঙ্গা ক্যাম্পে
Saturday, August 29 2020Al Jazeera
কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক পুনরায় চালু করেছে দেশের মোবাইল অপারেটর প্রতিষ্ঠানসমূহ। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনায় এ এলাকায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক সেবা চালু করা হয়। একই সাথে চালু হয়েছে এসব এলাকার মোবাইল ইন্টারনেট সেবা। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, টেকনাফ ও উখিয়া এলাকায় পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে গত ২৬ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিটিআরসি।
Ad
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মোবাইল অপারেটর রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরী অফিসার সাহেদ আলম বলেন, ‘শুক্রবার সকালে বিটিআরসির নির্দেশনা পেয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কক্সবাজারের কিছু অংশ, উখিয়া ও টেকনাফ উপজেলায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু করি।’ উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর হতে টেকনাফ ও উখিয়া এলাকায় থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক বন্ধ করতে দেশের সকল মোবাইল অপারেটর প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ দিয়েছিল বিটিআরসি।
দেশের দক্ষিন প্রান্তে সমুদ্র লাগোয়া এবং মিয়ানমার সীমান্ত ঘেঁষে অবস্থিত উখিয়া এবং টেকনাফে জাতিসংঘ এবং অন্যান্য এনজিওর সহযোগিতায় মিয়ানমার হতে আগত শরনার্থীদের অস্থায়ী আবাসের ব্যাবস্থা করে বাংলাদেশ সরকার। তবে এসব রোহিঙ্গা শরনার্থীদের অনেকেই বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক চোরাচালানে মোবাইল ফোন ব্যাবহার করে তাদের যোগাযোগ রক্ষা করে বলে গত বছর সাময়িকভাবে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক বন্ধ করতে বাধ্য হয় সরকার। তবে ২জি নেটওয়ার্ক ব্যাবহার করে মোবাইল অপারেটরসমূহ চালু থাকলেও এখন থেকে ৩জি এবং ৪জি প্রযুক্তির সেবাও চালু থাকবে।