বডি স্ক্যান ফিচারযুক্ত হেলো ব্যান্ড নিয়ে আসছে অ্যামাজন
Friday, August 28 2020gsmarena
ই-কমার্স, ক্লাউড সেবার জন্যে গ্রাহকদের নিকট সুপরিচিত হলেও সম্প্রতি অ্যামাজন পরিধানযোগ্য স্মার্টব্যান্ড নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। তাদের নির্মিত অ্যামাজন হেলো রিস্ট ব্যান্ড এর অত্যাধুনিক ফুল বডি স্ক্যান গ্রাহকদের মধ্যে ভালো সাড়া ফেলতে সক্ষম হয়েছে। ফিটনেস ব্যান্ডটি গ্রাহকের ৩ডি ফুল বডি স্ক্যান করে শরীরের ফ্যাট সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করে। এই ব্যান্ডে থাকা মাইক্রোফোনের সাহায্যে এটি গ্রাহকের কন্ঠ শুনে গ্রাহকের মনের অবস্থার জানানও দিতে পারে। গ্রাহকের ভয়েস রেকর্ড করে তা গ্রাহকের ফোনের মাধ্যমেই প্রসেসিং শেষ করে স্বয়ংক্রিয়ভাবেই মূছে দেওয়া হয় বলে এটি গ্রাহকদের জন্য নিরাপদ বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও এতে অন্যান্য স্মার্ট ব্যান্ডের মত হার্ট রেট মনিটরিং, তাপমাত্রা, ঘুম এবং প্রাত্যহিক ব্যায়াম ট্র্যাক করার সুবিধাতো থাকছেই।
Ad
অ্যামাজন বলছে, হেলো স্মার্টব্যান্ডটিতে ব্যাবহৃত বডি স্ক্যান ফিচার সাধারণ স্কেলের চেয়ে অনেকগুন বেশী তথ্য দিতে সক্ষম। অ্যামাজন হেলো স্মার্টওয়াচে কোনো ডিসপ্লে পর্দা না থাকলেও এটি স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে নিয়ন্ত্রনযোগ্য। অতিউচ্চমানের ফাইবার এবং সিলিকন দিয়ে মোড়ানো এই রিস্টব্যান্ড পানি প্রতিরোধী এবং বেশ হাল্কা। আধুনিক ফিচারের শক্তিশালী হেলথ ট্র্যাকার এই রিস্টব্যান্ডে রয়েছে বেশ কটি প্রয়োজনীয় সেন্সর, জিপিএস এবং বিল্ট-ইন ওয়াইফাই সুবিধা। অ্যামাজন বলছে স্বাস্থ্য সচেতন গ্রাহকদের জন্য ৩টি রঙ এর ব্যান্ডে আগামী মাস থেকেই মাত্র ৬৫ ডলারে বিশ্ববাজারে পাওয়া যাবে হেলো স্মার্টব্যান্ড।