প্রত্যাহার করা হল ব্রডব্যান্ড ইন্টারনেটে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট
Thursday, August 27 2020ekushey-tv
চলতি অর্থবছরে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে অতিরিক্ত যে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট নির্ধারণ করা হয়েছিল তা প্রত্যাহার করেছে সরকার। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট অব্যাহতির কথা উল্লেখ রয়েছে।
Ad
সরকারের সময়োপযোগী এই সিদ্ধান্তের ফলে ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট এবং অন্যান্য খাতে ১৫ শতাংশ ভ্যাট নিয়ে গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছিল, তার অবসান হল। এ বিষয়ে সরকারের অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১ নম্বর উপধারার ক্ষমতাবলে সরকার আইটিসি, আইআইজি ও এনটিটিএন সেবার ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দিয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেটে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইন্টারনেট সংশ্লিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞরা। ইন্টারনেট নির্ভর ডিজিটাল বাংলাদেশ নির্মানে সরকারের সর্বস্তরে ডিজিটাইজেশন নিশ্চিতে তিন কোটি গ্রাহকের ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য সর্বনিন্ম রাখার দাবি জানিয়েছেন তারা।