পোল্যান্ডে টেলিভিশন রপ্তানী শুরু করলো ওয়ালটন
Wednesday, August 26 2020unb
দেশের শীর্ষ ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী ওয়ালটন ইউরোপের দেশ পোল্যান্ডে পন্য রপ্তানী শুরু করেছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে পণ্য রপ্তানির ধারাবাহিকতায় এবার পোল্যান্ডে টেলিভিশন রপ্তানি শুরু করল ওয়ালটন। ইউরোপের পঞ্চম জনবহুল দেশটির জনপ্রিয় ব্র্যান্ড অপটিকামের মাধ্যমে ইতোমধ্যেই দেশটিতে বাংলাদেশ হতে ওয়ালটন টিভির প্রথম চালান পৌছে দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্যের বাজার ইউরোপে সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে গেল। ইতিপূর্বেও এশিয়ার বাইরে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের জন্য স্মার্ট টিভি তৈরী এবং রপ্তানীর উদ্দেশ্যে গুগলের সাথে ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছে ওয়ালটন। এছাড়াও দেশের পূঁজিবাজারে অন্তর্ভূক্তির পর পরই সাড়া ফেলে দেওয়া প্রতিষ্ঠান ওয়ালটন দেশের বাজারেও বেশ জনপ্রিয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠান ডলবির লাইসেন্স অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
Ad
সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে পোল্যান্ডের জনপ্রিয় প্রতিষ্ঠান অপটিকামের সাথে ওয়ালটনের টেলিভিশন রপ্তানী নিয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ালটনের আন্তর্জাতিক ব্যাবসা বিভাগের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এবং ওয়ালটনের ইউরোপিয়ান অঞ্চলের ব্যবসা বিভাগের প্রধান তাওসীফ আল মাহমুদ উপস্থিত ছিলেন। অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পোল্যান্ড থেকে যোগ দেন অপটিকামের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গ্র্যাবসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে ওয়ালটন জনের পক্ষ থেকে ওয়ালটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দেশের বাজারে শীর্ষস্থান অর্জনের পর ইউরোপের দেশ পোল্যান্ডে টেলিভিশন রপ্তানির মধ্য দিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি কার্যক্রম আরও গতি পেল।