মানসিক চাপ নির্ণয়ে সক্ষম ফিটবিটের নতুন স্মার্টওয়াচ!
Wednesday, August 26 2020the verge
গুগল অধিকৃত স্মার্ট ডিভাইস কোম্পানি ফিটবিট বাজারে নিয়ে এসেছে মানসিক চাপ নির্ণয়ে সক্ষম এমন এক স্মার্টওয়াচ। ফিটবিট সেন্স নামে এই স্মার্টওয়াচে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন হেলথ ট্র্যাকিং ফিচার। অত্যাধুনিক এই স্মার্টওয়াচের সাহায্যে ডিটেইলড হার্ট রেট স্ক্যান উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রিপোর্ট পাবেন গ্রাহক। ইলেক্ট্রোকার্ডিওগ্রাম প্রযুক্তিতে কাজ করা ফিটবিট সেন্স স্মার্টওয়াচের এই ফিচার শতভাগ সঠিকভাবে কাজ করে বলে দাবি করছে ফিটবিট। এছাড়াও স্মার্টওয়াচটিতে শরীরের তাপমাত্রা এবং হৃদস্পন্দন হতে মানসিক চাপ নির্ণয়ের সক্ষমতা রয়েছে। এই স্মার্টওয়াচের ডিসপ্লেতে হাতের তালু রেখে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিলেই জানা যাবে গ্রাহকের উদ্বিগ্নতা কিংবা মানসিক চাপ রয়েছে কিনা। ইলেক্ট্রোডার্মাল এক্টিভিটি সেন্সরের সাহায্যে শরীরের তাপমাত্রা ও হৃদস্পন্দন পর্যালোচনায় গ্রাহকের মানসিক চাপের পরিমাপক হিসেবে স্ট্রেস লেভেল ডেটা সরবরাহ করবে স্মার্টওয়াচটি। তবে এসব ফিচারসমূহ এখনো যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সনদপ্রাপ্তির অপেক্ষায় রয়েছে।
Ad
সম্প্রতি বাজারে আসা অ্যাপল এবং স্যামসাং এর হার্ট রেট মনিটরিং স্মার্টওয়াচের যোগ্য প্রতিদ্বন্দ্বী ফিটবিটের সেন্স স্মার্টওয়াচ। তবে এতে অভিনব মানসিক চাপ নির্ণয়ের সুবিধা থাকায় স্ব্যাস্থ্য সচেতন গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষেই থাকবে ফিটবিট সেন্স। ফিটবিটের সেন্স স্মার্টওয়াচে থাকছে ওএলইডি ডিসপ্লে পর্দা, জিপিএস, ৫০ মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট ক্ষমতা, কমপক্ষে ছয় দিনের ব্যাটারী ব্যাক-আপ, ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি। উচ্চক্ষমতাসম্পন্ন ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ও ইলেক্ট্রোডার্মাল এক্টিভিটি প্রযুক্তিসম্পন্ন অত্যাধুনিক হেলথ ট্র্যাকিং স্মার্টওয়াচ এটি। এই স্মার্টওয়াচে যুক্ত মাইক্রোফোন এবং স্পিকারের মাধ্যমে যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফোনকল গ্রহন এবং মেসেজিং করা সম্ভব। কন্টাক্টলেস পেমেন্ট সম্পন্ন করতে এতে রয়েছে ফিটবিট পে। ফিটবিটের ওয়েবসাইটে সেন্স ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচটি মাত্র ৩২৯ ডলার মূল্যে প্রি-অর্ডার করার সুজোগ রয়েছে। আগামী মাসেই যুক্তরাষ্ট্রের বাজার মাতাতে আসছে ফিটবিট সেন্সসহ ফিটবিট ভার্সা ৩ এবং ফিটবিট ইন্সপায়ার ২ স্মার্টওয়াচ।