ভারতসহ কয়েকটি দেশে সংবাদ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেসবুক
Tuesday, August 25 2020yahoo news
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার সংবাদ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক ঘোষনায় ফেসবুক ইনকর্পোরেশন জানায়, যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স, ভারত এবং ব্রাজিলে আগামী কয়েক মাসের মধ্যে ফেসবুকের সংবাদ মাধ্যম চালু করা হচ্ছে। ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে সংবাদ পরিবেশনায় সফলতা অর্জন করায় এবার বিশ্বের অন্যান্য দেশেও এই সেবার পরিসর বৃদ্ধি করার পরিকল্পনা জানায় ফেসবুক কতৃপক্ষ। নির্ভরযোগ্য সংবাদ ফেসবুকে সরবারহ করে যুক্তরাষ্ট্ জুড়ে ছড়িয়ে থাকা দুইশটিরও বেশী আউটলেট। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা, টেক দুনিয়ার পরিচিত মুখ মার্ক জাকারবার্গ বলেন, “ফেসবুক নিউজ সার্ভিসে বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে শুধুমাত্র নির্ভরযোগ্য আউটলেটসমূহই কাজ করবে।“ যুক্তরাষ্ট্রের পর শীঘ্রই পাঁচটি দেশে চালু হলেও ভবিষ্যতে বিশ্বের সব দেশেই এই সেবা চালু হবে বলেও জানান তিনি।
Ad
ফেসবুকের বর্তমানে ২৭০ কোটি সক্রিয় গ্রাহক রয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির বর্তমান সম্পদের মূল্য প্রায় সাত হাজার কোটি ডলারেরও বেশী। তবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মিথ্যা সংবাদ উপস্থাপন, ভূল সংবাদ প্রকাশ এবং কয়েকটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ফেসবুককে। এছাড়াও ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প সরকারকে বিশেষ সহযোগিতা এবং ফেসবুকে কতিপয় গ্রাহকদের ভূয়া করোনা ভ্যাক্সিন বিক্রির অভিযোগে সমালোচিত হয় বিশ্বের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এসব অভিযোগের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্যেগে বিভিন্নরকম ব্যাবস্থা গ্রহন করা হলেও বাস্তবে তা ফলপ্রসু হয়নি। আর তাই জনগনের বিশ্বাস অর্জনে বস্তুনির্ভর সংবাদ পরিবেশনে পৃথক ফেসবুক নিউজ সার্ভিস বড় পরিসরে চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।