গ্যালাক্সি এ সিরিজে অ্যান্ড্রয়েড হালনাগাদ মিলবে তিন বছর পর্যন্ত
Monday, August 24 2020sammobile
মিড-লেভেল স্মার্টফোন হিসেবে স্যামসাং গ্যালাক্সী এ সিরিজের ফোনের বেশ ভালো চাহিদা রয়েছে বিশ্বজুড়ে । কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং এর অন্যতম জনপ্রিয় দুটি স্মার্টফোন সিরিজ নোট এবং এস সিরিজের পরই স্যামসাং গ্যালাক্সী এ সিরিজের অবস্থান। প্রথম দুটি সিরিজের স্মার্টফোনে অনেকদিন ধরে অ্যান্ড্রয়েড হালনাগাদ সেবা পৌছে দিলেও, এ সিরিজের স্মার্টফোনের জন্য বরাদ্দ থাকে সর্বোচ্চ এক বছর। তবে এবার গ্যালাক্সী এ সিরিজের স্মার্টফোনে ৩ বছর অ্যান্ড্রয়েডের সকল হালনাগাদ সংস্করণ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। স্যামসাং এর এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক এক মন্তব্যে দক্ষিন কোরিয়ার এক নাগরিক বলেন, “স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে ৩ বছরের অ্যান্ড্রয়েড হালনাগাদ সেবা গ্যালাক্সী এ সিরিজের স্মার্টসমূহকে অন্যান্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রাখবে।“
Ad
বাংলাদেশের বাজারে গ্যালাক্সী এ সিরিজের সর্বনিন্ম স্যামসাং গ্যালাক্সী এ২ কোর ৭ হাজার টাকা এবং সর্বোচ্চ স্যামসাং গ্যালাক্সী এ৭১ স্মার্টফোন ৪০ হাজার টাকা মূল্যে পাওয়া যায়। এছাড়াও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা গ্যালাক্সী এ০১, গ্যালাক্সী এ৫১, গ্যালাক্সী এ৩১ মিড লেভেল স্মার্টফোন গ্রাহকদের বেশ জনপ্রিয়। আকর্ষনীয় ডিজাইন এবং অভিনব সব ফিচারের এসব স্মার্টফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সী এ৫১ স্মার্টফোনটি চলতি বছরের প্রথম চার মাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশী বিক্রয়ের রেকর্ড করেছে। লম্বা সময় ধরে অ্যান্ড্রয়েড সংস্করণের গুরুত্বপূর্ন হালনাগাদ পর্যায়ক্রমে এ সিরিজের স্মার্টফোন সমূহে পৌছানো হবে বলে জানিয়েছে স্যামসাং। ২০১৯ এবং তার পরবর্তী সময়ে আসা সকল গ্যালাক্সী এ সিরিজের স্মার্টফোন অন্তত ৩ বছর এই সেবা পেতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ আসন্ন অ্যান্ড্রয়েড ১১ এবং ১২ সংস্করণের হালনাগাদ অনায়াসেই পাবেন স্যামসাং গ্যালাক্সী এ সিরিজের গ্রাহকরা।